জুন মাসেই মা হতে চলার খবর শেয়ার করে নিয়েছিলেন সকলের সঙ্গে শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর রাজ চক্রবর্তী। ২০১৮ সালের ১১ মে বাওয়ালির রাজবাড়িতে ধুমধাম করে বিয়ে করেন রাজ-শুবশ্রী। বিয়ের আড়াই বছরের মাথায় ২০২০ সালে জন্ম হয় ইউভানের। এরপর ২০২৩ সালে ফের মিলল সুখবর। আসছে দ্বিতীয় সন্তান।
টলিউডের এই জুটি বরাবরই ভালোবাসা পেয়ে আসছেন অনুরাগীদের থেকে। তাঁদের ছেলে ইউভানও জন্মের পর থেকে খুব জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে। তাবলে ট্রোলাররা পিছু ছাড়ে না। পান থেকে চুন খসলেই শুরু হয় সমালোচনা।
আর এবার নিন্দুকদের মুখ বন্ধ করতে মোক্ষম জবাব এল রাজ-পত্নীর তরফে। শাহরুখের খানের একটি ইন্টারভিউ-এর ঝলক নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে পরিণীতা অভিনেত্রী লিখলেন, ‘হেটার্সদের জন্য আমার ফিলিংস’।
এক পডকাস্টে শাহরুখ ট্রোলিং নিয়ে কথা বলেছিলেন। কিং খান জানান, ‘আমাকে তো অনেকদিন ট্রোল করা না হলে আমি চিন্তিত হয়ে পড়ি। আমার জনপ্রিয়তা কমে গেল নাকি! ট্রোলারের প্রোফাইল চেক করি। ও আচ্ছা পরীক্ষা চলছে তাহলে ঠিক আছে! আমি শুধু হেটার্সদের একটাই অনুরোধ করব টুইটারে গালাগালি দিলে বানানটা ঠিক করতে। ভুল বানানে না সেই মজাটা আসে না!’
এই সেই শুভশ্রীর শেয়ার করা রিল ভিডিয়োটি-
দ্বিতীয় প্রেগন্যান্সিতে এখনও কাজ থেকে ছুটি নেননি শুভশ্রী। ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে দেখা যাচ্ছে তাঁকে। সঙ্গে রাজের পরিচালনায় মুক্তি পেতে চলা আবার প্রলয়-এর প্রযোজকও তিনি। জি ফাইভে আসছে এই ওয়েব সিরিজটি।
শুভশ্রীর কাজ করার কথা ছিল সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার ছবিতেও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য-র সঙ্গে থাকার কথা ছিল রাজ-পত্নীরই। তবে শুভশ্রীর অন্তঃসত্ত্বা হওয়ার পর সেই জায়গায় আসেন জয়া আহসান। এক সাক্ষাৎকারে শুভশ্রী জানান, তিনি চেয়েছিলেন এই ছবিতে কাজ করতে। কিন্তু পরিচালক আত্মবিশ্বাসী ছিলেন না প্রেগন্যান্ট অবস্থায় এই ছবিতে কাজ করতে পারবেন তিনি। তাই শেষ মুহূর্তে এসে সরে দাঁড়ান।
আপাতত রাজের সঙ্গে ছুটি কাটিয়ে ফিরেছেন কলকাতায়। বেবিমুনে গিয়েছিলেন বালিতে। সেখান থেকে শুভশ্রীর একাধিক ছবি নজর কাড়ে নেটপাড়ার। প্রেগন্যান্সির চতুর্থ মাসে এসেও মনোকিনি পরেছিলেন নায়িকা। যা নিয়ে অনেকেই করেন ট্রোল। যদিও শুভশ্রী জানেন, এসব নেতিবাচক জিনিস ছাড়িয়ে সামনে এগিয়ে যাওয়াই তাঁর জীবনের লক্ষ্য। ডিসেম্বর মাসেই কোল আলো করে আসবে নতুন সদস্য। বড় দাদা হয়ে যাবে ইউভান।