দ্বিতীয়বার মা হচ্ছেন রাজ ঘরণী। ডিসেম্বরেই আসবে রাজ-শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অন্তঃসত্ত্বা অবস্থায় আপাতত প্রতিটা মুহূর্ত চেটেপুটে উপভোগ করছেন শুভশ্রী। আপাতত চলছে 'সাধভক্ষণ' পর্ব। কিছুদিন আগে রাজের আরবানার ফ্ল্যাটেই হয়েছিল শুভশ্রী সাধের অনুষ্ঠান। এবার আরও একবার সাধ খেলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
এবার শুভশ্রীর সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, তাঁরই পরিচিত অর্পিতা রায়চৌধুরী। ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে জানা যাচ্ছে, অর্পিতা রায়চৌধুরী পেশায় লেখিকা এবং উদ্যোগপতি। সাধের ছবি পোস্ট করে তাঁকে ট্যাগ করেছেন শুভশ্রী। সঙ্গে ‘সুব্রত দা’ সম্বোধনে আরও এক ব্যক্তিকেও ট্যাগ করেছেন শুভশ্রী। স্ত্রীর সঙ্গে সাধের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন পরিচালক রাজ চক্রবর্তীও। নিজের ইনস্টাস্টোরিতে ছবিগুলি পোস্ট করেছেন অভিনেত্রী। এদিন সাধের অনুষ্ঠানে এক্কেবারেই ছিমছাম সাদা সালোয়ার কামিজে দেখা গিয়েছে শুভশ্রীকে। আর রাজ পরেছিলেন কালো ক্যাজুয়াল টি-শার্ট। রাজ-শুভশ্রীকে মাঝে রেখে ছবি তুলে দেখা গিয়েছে অনুষ্ঠানের আয়োজক অর্পিতা ও সুব্রতকে।
আরও পড়ুন-আরও পড়ুন-আরও পড়ুন-চর্চায় 'খুফিয়া'! টাবুর সঙ্গে চুম্বনের দৃশ্যের শ্য়ুটিং নিয়ে অকপট বাঁধন
আরও পড়ুন-বিয়ে করছেন 'গাঁটছড়া'র 'রুক্মিণী', শ্রীপর্ণার হবু বরটি কে?
আরও পড়ুন-বাগদান হয়েও ভেঙে যায়, ফের কাছাকাছি দুই প্রাক্তন! রবিনাকে নিয়ে এবার জঙ্গলে অক্ষয়
এর আগের গত ২৪ সেপ্টেম্বর রাজের আরবানার ফ্ল্যাটে হয়েছিল শুভশ্রীর সাধভক্ষণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ ও শুভশ্রীর পরিবারের সদস্যরা। প্রসঙ্গত, এর ২০২০ সালের ১২ই সেপ্টেম্বর ইউভানের জন্ম দিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইউভানের বয়স এখন তিন বছর। এবারের ছেলে ইউভানের তিন বছরের জন্মদিনে থিম পার্টি রেখেছিলেন রাজ-শুভশ্রী। তবে সেটা হয়েছিল আরবানাতেই। পরিবার ও ইউভানের কিছু বন্ধুদের উপস্থিতিতে।
রাজ-শুভশ্রী জানিয়েছিলেন তাঁরা চান আর পাঁচজন বাচ্চার মতোই বড় হোক ইউভান। রাজ-শুভশ্রী পুত্র যদিও জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তারকা দম্পতিও ইউভানকে কখনও জনসমক্ষের আড়ালে রাখেননি। জন্ম মুহূর্ত থেকে ইউভানের ধীরে ধীরে বেড়ে ওঠা সবটাই ছবি ও ভিডিয়োর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে রাজ-শুভশ্রীকে। তবে এবার নাকি রাজ-শুভশ্রী দুজনেই চান, তাঁদের একটা মেয়ে হোক। শুভশ্রীর কথায়, ‘ঈশ্বর প্রতি মুহূর্তে নারী সৃষ্টি করছেন। এটা আমার তার কাছে অল্পই চাওয়া--আমি যেন কন্যা সন্তানের জন্ম দিই এবার।’