বাংলা নিউজ > বায়োস্কোপ > Sunidhi-Shreya: শ্রেয়া এবং তিনি একে অপরের পিছনে শত্রুতা করেছেন! অবশেষে মুখ খুললেন সুনিধি

Sunidhi-Shreya: শ্রেয়া এবং তিনি একে অপরের পিছনে শত্রুতা করেছেন! অবশেষে মুখ খুললেন সুনিধি

শ্রেয়া-সুনিধি

সুনিধির কথায়, সেই ৬০ এর দশক থেকে গায়িকাদের নিয়ে ধরনের তুলনা করা হয়। সম্পর্কের জটিলতার গল্প ফাঁদা হয়। এমনকি লতা মঙ্গেশকরকে তাঁর নিজের ছোট বোন আশা ভোসলের প্রতিদ্বন্দ্বী হিসাবে তুলে ধরা হয়েছিল। ৮০-এর দশকে, কবিতা কৃষ্ণমূর্তি ও অলকা ইয়াগনিকের মধ্যেও ও ঝগড়ার গল্প শোনা যেত।

শ্রেয়া ঘোষাল এবং সুনিধি চৌহান। বলিউডে প্লে-ব্যাক সিঙ্গারদের মধ্যে এই দুটি নামই বেশ পরিচিত এবং জনপ্রিয়ও বটে। যদিও দুজনের গানের শৈলী এক্কেবারেই আলাদা। একসময় বলিউডে প্লে-ব্যাক সিঙ্গার হিসাবে প্রায় একই সঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন শ্রেয়া ও সুনিধি। তবে দুজনের গানের ধরন, গায়কী আলাদা হওয়া সত্ত্বেও একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতার কথা, একে অপরের পিছনে শত্রুতার কথা শোনা গিয়েছিল। সত্য়িই কি তাই? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেবিষয়ে মুখ খুলেছেন গায়িকা সুনিধি চৌহান।

সুনিধি চৌহান বলেন, ‘শুধু শ্রেয়া নয়, আরও অনেক গায়ক আছেন। যেমন শিল্পা রাও, শালমলী খোলগড়ে, নীতি মোহন… আমাদের একসঙ্গে দেখলে আপনাদেরকেও আমাদের দিকে শুধু তাকাতে হবে।আমরা একে অপরের সঙ্গে দেখা করতে ভালোবাসি। গল্প করি, ভীষণ মজা করি। আমরা এখানে শুধু মিউজিক এবং ভালোবাসার জন্যই এসেছি।’

আরও পড়ুন-অস্ত্রোপচার সফল, বাড়িও ফিরেছেন, এখন কেমন আছেন স্বস্তিকা মুখোপাধ্যায়?

আরও পড়ুন-আরও পড়ুন-‘আমি সেদিন কান্না থামাতে পারিনি, মৃণালদা এসে জড়িয়ে ধরেছিলেন’: আর মিঠুনের সঙ্গে সম্পর্ক ভাঙলেও ওঁর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এবং আছে: মমতা শঙ্কর

আরও পড়ুন-পুনম পাণ্ডের বাড়িতে অগ্নিকাণ্ড, প্রাণ বাঁচলেও সব পুড়ে ছাই, জানালেন অভিনেত্রী

সুনিধির কথায়, সেই ৬০ এর দশক থেকে গায়িকাদের নিয়ে ধরনের তুলনা করা হয়। সম্পর্কের জটিলতার গল্প ফাঁদা হয়। এমনকি লতা মঙ্গেশকরকে তাঁর নিজের ছোট বোন আশা ভোসলের প্রতিদ্বন্দ্বী হিসাবে তুলে ধরা হয়েছিল। ৮০-এর দশকে, কবিতা কৃষ্ণমূর্তি ও অলকা ইয়াগনিকের মধ্যেও ও ঝগড়ার গল্প শোনা যেত। 

সুনিধির কথায়, ‘যতদূর আমার মনে হয়, লোকজন এই ধরনের ঝগড়ার গল্প ফাঁদেন, কারণ এতেই তাঁরা আনন্দ পান, তাই অসুবিধা নেই। লোক দুজন মানুষের তুলনা করতে ভালোবাসেন। যাঁরা এই গল্প করেন, তাঁদের এটা করতে দিন, তাঁরা তাঁদের কাজ করছেন, আর আমরা আমাদের।’

সুনিধি প্লে-ব্যাক কেরিয়ার শুরু করেছিলেন ১৯৯৯-সালে রামগোপাল বর্মারছবি 'মস্ত'-এর হাত ধরে। যে ছবিতে কারিনা কাপুর ও ফারদিন খান অভিনয় করেছিলেন। অন্যদিকে শ্রেয়া তাঁর প্লে-ব্যাক কেরিয়ার শুরু করেন সঞ্জয়লীলা বনসালির ২০০২ এর ছবি 'দেবদাস'-এর হাত ধরে, যে ছবিতে ছিলেনশাহরুখ খান, ঐশ্বর্য রাই এবং মাধুরী দীক্ষিত। তাঁরা দুজনেই নিজ নিজ কেরয়ারি সফল।

 

 

বন্ধ করুন