প্রভাসের ‘আদিপুরুষ’ মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। সেই ব্যর্থতার মাঝেই জোরচর্চায় পরিচালক নীতিশ তিওয়ারি-র ‘রামায়ণ’। দঙ্গল পরিচালক শীঘ্রই নাকি শুরু করবেন তাঁর ড্রিম প্রোজেক্টের কাজ। প্রি-প্রোডাকশনের কাজ এখন যে তুঙ্গে। নীতিশ তিওয়ারির ‘রাম’ হচ্ছেন রণবীর কাপুর, তা নিশ্চিত। সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে খবর তেমনটাই। অন্যদিকে রাবণের ভূমিকায় অভিনয় করবেন ‘কেজিএফ’ তারকা যশ। দীর্ঘ সময় ধরে খোঁজ চলছিল হনুমানের। অবশেষে সেই খোঁজ সম্পন্ন। আরও পড়ুন-'রামায়ণ'-এর রাবণ সাজতে ভোল পাল্টে ফেলবেন! এজন্য KGF তারকা যশ কত কোটি নিচ্ছেন? জানলে চোখ কপালে উঠবে…
খবর, নীতিশ তিওয়ারির হনুমান হিসাবে দেখা যাবে সানি দেওল-কে। এখনও চুক্তি সই করেননি ঢাই কিলোর হাতের মালিক। পারিশ্রমিক নিয়ে দর কষাকষি চলছে। বলিউড হাঙ্গামার রিপোর্ট বলছে, হনুমানের চরিত্রে অভিনয় করতে ৪৫ কোটি টাকা দর হেঁকেছেন সানি। এই প্রোজেক্টের জন্য নিজের সেরাটা উজার করে দিতে চান অভিনেতা।
‘রামায়ণ’-এর শ্যুটিং পর্বের মাঝে অন্য কোনও প্রোজেক্টে হাত দেবেন না সানি। পর্দার আদর্শ হনুমান হয়ে উঠতে নিজেকে ভাঙতে তৈরি সানি দেওল। ফিজিক্যাল ট্রান্সফরমেশনের জন্যও প্রস্তুতি শুরু করেছেন ৬৫ বছর বয়সী তারকা। ধর্মেন্দ্র পুত্র হিন্দু দেবতা হনুমানের চরিত্র ফুটিয়ে তুলতে কোনও খামতি রাখতে চান না। গদর ২-এর আকাশছোঁয়া সাফল্যের পর সানির বাজারদর তুঙ্গে। তাই ৪৫ কোটি টাকাটা প্রযোজকদের জন্য বোঝা হবে না বলেই দাবি ইন্ডাস্ট্রির বড় অংশের।
এর আগে শোনা গিয়েছিল নীতিশ তিওয়ারির রাবণ হতে ১৫০ কোটি টাকা পারিশ্রমিক চেয়ে বসেছেন যশ। একটি বিশেষ সূত্র জানিয়েছে, ‘KGF-এ যশের লুকের তুলনায় রামায়ণে এক্কেবারেই বদলে যাবে যশের চেহারা। রামায়ণে রাবণ হিসাবে যশকে ঠিক কেমন দেখতে হবে, তা নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। এদিকে রাবণ সাজতে যশও তাঁর শরীরের ভোল পাল্টে ফেলার প্রস্তুতি শুরু করেছেন। যে কারণে অনেক কসরত করতে হচ্ছে তাঁকে।’
রণবীর এই মুহূর্তে ব্যস্ত ‘অ্যানিম্যাল’ নিয়ে। চলতি বছরের একদম শেষে বা নতুন বছরের গোড়ার দিকেই ফ্লোরে যাওয়ার কথা ‘অ্যানিম্যাল’-এর। অন্যদিকে ৫০০ কোটির গদর ২ দর্শকদের উপহার দেওয়ার পর ইতিমধ্যেই আসন্ন ছবির ঘোষণা সেরেছন সানি। ‘লাহোর ১৯৪৭’-এ দেখা যাবে অভিনেতাকে। রাজ কুমার সন্তোষি পরিচালিত এই ছবি প্রযোজনা করছেন আমির খান।