বাংলা নিউজ > বায়োস্কোপ > Katrina-Sunny: বৌদিকে নিয়ে বড় সিক্রেট ফাঁস করলেন ভিকির ভাই! ক্যাটরিনার এই দিকটা সবার অজানা

Katrina-Sunny: বৌদিকে নিয়ে বড় সিক্রেট ফাঁস করলেন ভিকির ভাই! ক্যাটরিনার এই দিকটা সবার অজানা

ক্যাটরিনাকে নিয়ে অকপট সানি

Katrina Kaif-Sunny Kaushal: ক্যাটরিনা বাস্তব জীবনে ভীষণ ‘আধ্যাত্মিক মানুষ’, জানাল দেওল সানি কৌশল। বৌদির সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক কেমন? 

বলিউডের অন্যতম ‘পাওয়ার কপল’ ক্য়াটরিনা কাইফ এবং ভিকি কৌশল। দেখতে দেখতে বিয়ের দশ মাস পার করে ফেলেছেন ‘ভিক্যাট’। বিয়ের পর পঞ্জাবি বাড়ির আদর্শ বউমা হয়ে উঠতে কোনও খামতি রাখছেন না ক্যাট। ইতিমধ্যেই কখনও কফি উইথ করণ তো কখনও কপিল শর্মার শো-তে হাজির হয়ে দাম্পত্য জীবনের খুঁটিনাটি শেয়ার করেছেন ক্যাট। এর মাঝেই ভিকির ভাই সানি কৌশল ফাঁস করলেন কিট্টু ভাবি-র সিক্রেট! শ্বশুরবাড়িতে কিট্টু নামেই পরিচিত ক্যাট। 

ক্যাটরিনার সঙ্গে দারুণ বন্ডিং তাঁর দেওরের। বৌদির স্বভাব কেমন, তাঁর পছন্দ-অপছন্দ এই সব নিয়ে খোলাখুলি কথা বলেছেন সানি। তাঁর কথায়, ক্যাটরিনা ভীষণরকমভাবে একজন ‘আধ্যাত্মিক’ মানুষ। এক সাক্ষাৎকারে সানি বলেন, ‘আমার বউদি সম্পূর্ণ রূপে একজন আধ্যাত্মিক মানুষ। আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করতে পছন্দ করেন। আমিও তাই। আমাদের মধ্যে অনেক সুন্দর-সুন্দর আলোচনা হয়েছে। ওর সঙ্গে কথা বলে অনেক কিছু ওর সম্পর্কে আমি জানতেও পেরেছি। আমাদের অনেক আনন্দও হয়েছে।’

স্টান্ট ডিরেক্টর শ্যাম কৌশল ও তাঁর স্ত্রী বাণী কৌশলের দুই ছেলে, ভিকি ও সানি। দাদার দেখাদেখি এখন বলিউডে নাম লিখেছেন সানিও। শোনা যায়, অভিনেত্রী শর্বরী বাগের সঙ্গে প্রেম করছেন সানি। গত বছর ডিসেম্বরেই রাজস্থানের ৭০০ বছর পুরোনো দূর্গে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা এবং ভিকি। 

সানির কথায়, তাঁর কাজ নিয়ে কোনও সমালোচনা করেন না ভিকি। ভাইয়ের সবকিছুই পছন্দ দাদার। তবে ছোট ভাইকে মোটেই আশকারা দেন না ভিকি, সানির কথায়- ‘আমাদের সম্পর্কটা বন্ধুর মতো। আসলে ছোট থেকে আমরা একই রকম জামাকাপড় পড়েছি। একই কাপড়ের থান কেটে মা কুর্তা বানিয়ে দিত’। 

সম্প্রতি সানির দেখা মিলেছে জাহ্নবী অভিনীত ‘মিলি’তে। শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘চোর নিকালকে ভাগা’ ছবিতে। এই ছবিতে তাঁর নায়িকা ইয়ামি গৌতম। এর পাশাপাশি সানির ঝুলিতে রয়েছে ‘লেটারস টু মিস্টার খান্না’। এই ছবিতে নীতু কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ভিকির ভাই। 

ক্যাটরিনার শেষ বক্স অফিস রিলিজ ‘ফোন ভূত’।  তাঁর হাতে রয়েছে 'টাইগার ৩', ‘মেরি ক্রিসমাস’, ‘জি লে জারা’র মতো প্রোজেক্ট। অন্যদিকে, দম ফেলার ফুরসৎ নেই ভিকিরও। তাঁর ঝুলিতে এই মুহূর্তে রয়েছে গোবিন্দ নাম মেরা', 'শ্যাম বাহাদুর', 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি'র মতো একাধিক ছবি।

বন্ধ করুন