অভিনেতা স্বরা ভাস্কর ১৬ ফেব্রুয়ারি রাজনীতিবিদ ফাহাদ আহমেদের সঙ্গে কোর্ট ম্যারেজ করেছেন। তাঁর হঠাৎ বিয়ের খবরে চমকে উঠেছিল অধিকাংশই। তবে ঘটা করে অনুষ্ঠান হবে খুব জলদি। এক প্রতিবেদন অনুসারে, সামাজিক বিয়ের অনুষ্ঠানগুলি হবে পরের সপ্তাহে। ১১ থেকে ১৬ মার্চের মধ্যে পরিকল্পনা করা হয়েছে হলদি, মেহেন্দি আর সংগীতের।
রেজিস্ট্রিি ম্যারেজের পর স্বরা ব্যস্ত ছিলেন ছত্তিশগড়ে তাঁর পরবর্তী সিনেমা ‘মিসেস ফালানি’র শ্যুটে। সেখান থেকে বিয়ের প্রস্তুতিতে সোজা চলে যাবেন দিল্লি। সেখানেই পরিবারের উপস্থিতিতে হবে বিয়ের তোড়জোড়। ‘’
পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র প্রকাশ করেছেন, ‘স্বরা ডেস্টিনেশন ওয়েডিং-এর পথে হাঁটেনি, পরিবর্তে দিল্লিতে তাঁর নানা এবং নানির বাড়িতে একটি অন্তরঙ্গ বিয়ে বেছে নিয়েছেন। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। যেহেতু দোল এবং তার বিয়ের অনুষ্ঠানগুলি একের পর এক আসবে তাই সামনে উদযাপন করার মতো অনেক কিছু রয়েছে।’ আরও পড়ুন: ‘আমায় আরকে বলো’, এক খুদে কাকা বলে ডাকতেই সাফ মানা করলেন বছর ৪০-এর রণবীর কাপুর
ইতিমধ্যেই বন্ধুদের কাছে পৌঁছে গিয়েছে একটি আমন্ত্রণ। যাতে লেখা, ‘‘আমাদের সঙ্গে যোগ দিন এবং আমরা যে আনন্দ উদযাপন করছি, সেই উন্মাদনাটি থাকবে এই বসন্তে, তা 'আমাদের' সঙ্গে ভাগ করে নিন।’’ সূত্রটি আরও যোগ করেন, ‘এই দম্পতি হলদি, মেহেন্দি, সঙ্গীত, বিবাহ এবং রিসেপশনের মতো আসন্ন ফাংশনগুলি সম্পর্কে উত্তেজিত। বন্ধুবান্ধব এবং পরিবারের সামনে তাদের মিলন উদযাপনের জন্য উন্মুখ হয়ে আছে।’ আরও পড়ুন: বাথরুমে পল্লবী-রুবেলের মাখো মাখো আদর! আরও বাড়াবে ‘নিম ফুলের মধু’র টিআরপি
তবে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করায় কম কটাক্ষ হয়নি সোশ্যাল মিডিয়ায় স্বরা ভাস্করকে নিয়ে। এই বিয়ে নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের নেতানেত্রীদের অনেকেই সমালোচনা করেছেন। তবে শুধু যে হিন্দু মহলেই এর সমালোচনা হয়েছে তা নয়। এমনকী মুসলমান সম্প্রদায়ের অনেকেই এই বিয়ে মেনে নিতে চাননি। তাঁরা বলেছেন, মূর্তিপূজা যিনি করেন, এমন কাউকে কোনও মুসলমান বিয়ে করলে, সেই বিয়ে বৈধ নয়।
আর এসব নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্বরা লিখেছেন, যাঁরা ঘৃণা করেন, তাঁরা যখন বলে চলেছেন, ‘হেটারসরা যখন বলছে- সুটকেস, ফ্রিজ, নিয়মবিরুদ্ধ, ধর্মবদল... আর কত কী, তখন আমরা...’ এর পরে তিনি দু’চোখে ভালোবাসার কয়েকটি ইমোজে দিয়েছেন। এবং সঙ্গে প্রকাশ করেছেন, তাঁদের আনন্দের কয়েক মুহূর্ত।
স্বরার বিয়েতে বলিউড থেকে করিনা কাপুর, সোনম কাপুর, রিয়া কাপুররা উপস্থিত থাকতে পারেন বলেই আন্দাজ করা হচ্ছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)