বাংলা নিউজ > বায়োস্কোপ > Taslima Nasrin: 'যদি মানুষ হতে পারত...', হিজাব পরে 'চুম্বন' পড়ায় আক্ষেপ তসলিমার, ফের উস্কে দিলেন বিতর্ক

Taslima Nasrin: 'যদি মানুষ হতে পারত...', হিজাব পরে 'চুম্বন' পড়ায় আক্ষেপ তসলিমার, ফের উস্কে দিলেন বিতর্ক

হিজাব পরে ‘চুম্বন’ পড়ায় আক্ষেপ তসলিমার

Taslima Nasrin: ফের বিতর্কিত মন্তব্য তসলিমা নাসরিনের। ঢাকায় বইমেলা চলছে। সেখানকার একটি ছবি পোস্ট করে কয়েকজন পাঠককের ‘কাণ্ড’ দেখে আক্ষেপ প্রকাশ করলেন তিনি। জানালেন তাঁর বই পড়েও তাঁরা মানুষ হতে পারেননি!

ফের হিজাব বিতর্ক উস্কে দিলেন লেখিকা তসলিমা নাসরিন। ঢাকায় এখন বইমেলা চলছে। সেখানে বহু লেখক লেখিকার সঙ্গে মিলছে তসলিমা নাসরিনের উপন্যাস চুম্বন। সেই বই এবং কিছু মহিলার ছবি পোস্ট করে নতুন বিতর্ক উস্কে দিলেন তিনি।

সম্প্রতি ফেসবুকে একাধিক ছবি পোস্ট করেন লেখিকা। সেখানে দেখা যাচ্ছে তিনজন মহিলা একটি বই পড়ছে। সেই ছবিগুলো শেয়ার করে তিনি লেখেন, 'ঢাকার বইমেলায় আমার গল্পগ্রন্থ 'চুম্বন' পড়ছে এরা। পড়ার পর বোরখা ফেলে দিয়ে যদি মানুষ হতে পারত, তাহলেই সার্থক হতাম।'

এখানেই অনেকেই বিরক্ত হয়েছেন, তবে কি যাঁরা স্বেচ্ছায় হিজাব পরেন তাঁরা কি মানুষ নন? তাঁর এই পোস্টে তাঁর সমর্থন এবং অসমর্থনে বহু কমেন্ট দেখা গিয়েছে। এক ব্যক্তি লেখেন, 'এসব পাঠকের দোয়া এবং ভালোবাসা একবার পরকালের পাথেয় হবে।' আরেক ব্যক্তি লেখেন, 'চাপিয়ে দেওয়া পোশাকে আর কতদিন? ধর্মান্ধতা থেকে একদিন সবাই বেরিয়ে আসবে। বাঙালি আপনার কাছে ঋণী হয়ে থাকবে।' আরও এক ফেসবুকবাসী লেখেন, 'বোরখা পরে এতদিন অনেক নিষিদ্ধ কাজ করতে দেখেছি, আজ একটি বিশুদ্ধ কাজ করতে দেখলাম।'

এটাই প্রথম নন। এর আগেও মাস দুয়েক আগে তিনি বিশ্বকাপ চলাকালীন হিজাব বিতর্ক উস্কে দিয়েছিলেন। মরক্কোর ফুটবল তারকা আচ্রফ হাকিমির স্ত্রী হিবা আবুককে নিয়ে তিনি টুইট করেছিলেন। সেখানে এই খেলোয়াড় এবং তাঁর স্ত্রীকে দেখা যায়। সেখানে হিবা বোরখা পরে ছিলেন না। এই বিষয়ে লেখিকা তাঁর পোস্টে লেখেন, 'মরক্কোর স্টার ফুটবলার আচ্রফ হাকিমি এবং তাঁর স্ত্রী। তাঁরা মুসলিম তবুও তাঁর স্ত্রী হিজাব বা বোরখা পরে নেই। ' এই পোস্টের পরই তখন বিতর্ক শুরু হয়। ভাইরাল হয়ে গিয়েছিল তাঁর পোস্ট। আবার নতুন করে সেটা উস্কে গেল ঢাকা বইমেলার ছবি দিয়ে।

বন্ধ করুন