বাংলা নিউজ > বায়োস্কোপ > Tihar Jailor: তিহাড়ের এই জেলারের ভয়ে তটস্থ দাগী আসামীরা, তাঁকেই ৫০ লাখের ‘চুনা লাগাল’ প্রতারক!

Tihar Jailor: তিহাড়ের এই জেলারের ভয়ে তটস্থ দাগী আসামীরা, তাঁকেই ৫০ লাখের ‘চুনা লাগাল’ প্রতারক!

দীপক শর্মার সঙ্গে প্রতরণার অভিযোগ রিয়ালিটি স্টারের বিরুদ্ধে 

তিহাড়ের কয়েদিদের ত্রাস দীপক শর্মা! তাঁর থেকেই নাকি ৫০ লাখ লুট করেছে রিয়ালিটি টিভি স্টার রৌনাক গুলিয়া। জেলারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য, মুখ খুললেন রৌনাক।

৪৮ ইঞ্চি ছাতি-১৯ ইঞ্চি বাইসেপ! তিহাড় জেলের ‘সিংঘম’ নামেই পরিচিত অ্যাসিসটেন্ট পুলিস-সুপারিন্টেন্ডেন্ট। তাঁর ভয়ে তটস্থ থাকেন দাগী আসামীরা। এক কথায় গোটা তিহাড়ের ত্রাস দীপক শর্মা। দেশের হাই প্রোফাইল অপরাধীদের ঠিকানা যেই জেল, সেখানে চলে দীপকের রাজত্ব। পেশাদার বডি-বিল্ডার দীপকের দেহ সৌষ্ঠব দেখে মোহিত নেটিজেনরা! আর সেই পুলিশ অফিসারকেই ‘চুনা লাগল’ প্রতারক! হ্যাঁ, এমনই চাঞ্চল্যকর ঘটনায় স্তম্ভিত নেটিজেনরা।

দীপকের অভিযোগ ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে তাঁর থেকে। স্বাস্থ্য সংক্রান্ত বিজনেস প্রোডাক্টের ব্যবসায় বিনিয়োগের নামে জলিয়াতরা ওই টাকা চুনা লাগিয়েছে তাঁকে। দীপক যাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনিও ইন্টারনেট দুনিয়ার পরিচিত নাম। রিয়ালিটি টিভি স্টার রৌনাক গুলিয়া এবং তাঁর স্বামী অঙ্কিত গুলিয়ার বিরুদ্ধে অভিযোগের তির তিহারের জেলারের। জাতীয় স্তরের কুস্তিগীর রৌনাক। অংশ নিয়েছেন ডিসকভারি চ্যানেলের রিয়ালিটি শো ‘ইন্ডিয়াস আলটিমেট ওয়ারিয়ার’-এ।

অভিযোগের প্রতিলিপিতে প্রতারিত পুলিশ আধিকারিক জানান, রৌনাকের স্বামী হেলথ প্রোডাক্টের বিজনেসের পরিধি বাড়ানোর জন্য একজন বিনিয়োগকারীর খোঁজ করছিল, সে-কথা রৌনাকের কাছ থেকে জানতে পারেন দীপক। এরপর গুলিয়াদের কোম্পানিতে ৫০ লাখ টাকা বিনিয়োগ করেন দীপক। পরিবর্তে মুনাফার গ্যারিন্টি দিয়েছিল গুলিয়া দম্পতি, পাশাপাশি দীপককে সেই ব্র্যান্ডের মুখ করার কথাও জানিয়েছিল। কিন্তু অ্যাকাউন্টে ৫০ লাখ ট্রান্সফার করবার পর থেকেই তাদের সঙ্গে কোনওরকম যোগযোগ করতে ব্যর্থ হন দীপক।

বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ এই পুলিশ আধিকারিক! পূর্ব দিল্লির মধু বিহার পুলিশ থানায় অভিযোগ দায়ের করেছেন দীপক, প্রতারণার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে ইনস্টাগ্রাম লাইভে এসে দীপকের যাবতীয় অভিযোগ অস্বীকার করেন রৌনাক। তাঁর কথায়, এর আগেও বহুবার দীপক তাঁকে হুমকি দিয়েছে, এইবার তাঁর নামে মিথ্যা মামলা দায়ের করেছে। রৌনাকের দাবি, যে কোম্পানিতে বিনিয়োগের কথা দীপক বলছেন তা এক বছরেরও বেশি সময় আগেই বন্ধ হয়ে গিয়েছে। দীপকের অভিযোগ সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন এবং তিনি পালতক নন তা স্পষ্টভাবে জানান রৌনাক। 

 

বন্ধ করুন