তিয়াসা লেপচা ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ। এখন তাঁকে সকলেই ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের ‘ইন্দিরা ম্যাডাম’ বলেই চেনেন। এর আগে তিনি ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে ‘শ্যামা’র চরিত্রে অভিনয় করে প্রচারের আলোয় আসেন, সেটার পর এখন ‘বাংলা মিডিয়াম’ -এ দেখা যাচ্ছে। ছোট পর্দা ছাড়াও এই টেলি অভিনেত্রীকে হামেশাই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে দেখা যায়। তিনি কখনও নাচের রিল পোস্ট করেন তো কখনও ছবি। কিন্তু এ হেন জনপ্রিয় অভিনেত্রীর পুজো প্ল্যান কী?
দেখতে দেখতে পুজো চলেই এল। এবারের পুজো বেশ দেরি করে পড়েছে, কিন্তু এখন চারদিকেই যেন পুজো পুজো গন্ধ। পাড়ায় পাড়ায় প্যান্ডেল হচ্ছে, বাজারে বাজারে ভিড়, অনলাইন শপিংয়ের ডেলিভারি হচ্ছে বাড়ি বাড়ি, চলছে প্ল্যান প্রোগ্রাম। তো সেখানে অভিনেত্রী তিয়াসা লেপচার এবারের পুজোর প্ল্যান কী সেটাই ভাগ করলেন।
তিয়াসা লেপচার পুজো প্ল্যান
তিয়াসা লেপচার বাড়ি গোবরডাঙায়। সেখানে বড় রাধাকৃষ্ণের মন্দির আছে, সেই মন্দিরে কৃষ্ণের পুজো অর্চনা না করলে শান্তি পান না তিয়াসা। কৃষ্ণ আরাধনার পাশাপাশি পুজো প্ল্যান কী সেই প্রসঙ্গে তিনি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানালেন, তাঁদের আশ্রমে পুজো ছিল তাই এই কদিন তিনি বেজায় ব্যস্ত ছিলেন। অভিনেত্রীর কথায়, 'এখনও কোনও পরিকল্পনা করে উঠতে পারিনি। আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই সবটা প্ল্যান করে ফেলতে পারব।' তিনি তাঁর কথা প্রসঙ্গে জানান প্রতি বছর পুজো তিনি গোবরডাঙাতেই কাটান। কিন্তু এবার তিনি কী করবেন সেটা এখনও নিশ্চিত নয়।
আরও পড়ুন: ২২ তম দিনেও অপ্রতিরোধ্য জওয়ান! ৬০০ কোটির ক্লাবে ঢুকতে আর কত দেরি?
আরও পড়ুন: অনুরাগের ছোঁয়ায় ভালোবাসার উৎসব, সূর্য-দীপার বিবাহবার্ষিকীতে হাজির বাবুল-কুমার শানুরা
প্ল্যানিং না হলেও পুজোর শপিং কি শেষ? উত্তরে তিয়াসা বলেন, 'পুজোর কেনাকাটা হয়ে গিয়েছে। বিশেষ মানুষের থেকে বিশেষ উপহারও আসবে।'
প্রসঙ্গত তিয়াসা লেপচার সঙ্গে তাঁর প্রাক্তন স্বামী সুবানের বিচ্ছেদের পর একটা দীর্ঘ সময় কেটে গিয়েছে। এখন কানাঘুষোয় শোনা যাচ্ছে তিনি নাকি অভিনেতা সোহেলের সঙ্গে প্রেম করছেন। যদিও অভিনেতার মতে তাঁরা কেবলই ভালো বন্ধু।