বাংলা নিউজ > বায়োস্কোপ > Tollywood Actor: ছোটবেলা ছিলেন সরল-সাধাসিধে, বড় হয়ে বাংলা সিনেমার হার্টথ্রব নায়ক! বলুন তো কে?

Tollywood Actor: ছোটবেলা ছিলেন সরল-সাধাসিধে, বড় হয়ে বাংলা সিনেমার হার্টথ্রব নায়ক! বলুন তো কে?

ছোটবেলার ছবি শেয়ার করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা। 

ছোটবেলার ছবি শেয়ার করে অভিনেতা লিখলেন, তখনও সরল ছিলাম। আজও সরল।’ বলুন তো কার ছবি এটা?

পুরনো অ্যালবামের পাতা উল্টাতে বসে নিজের ছোটবেলার ছবি দেখে নিজেকেই চিনতে পারছেন না, এরকম হয়েছে আপনাদের সঙ্গে? গোলুমোলু, মিষ্টি মুখখানা দেখে কেমন নিজেরই যেন চোখ ধাঁধিয়ে যায় তাই না! টলিউডের এই অভিনেতার ছোটবেলার ছবি দেখে তেমনই হাল নেটিজেনদের। আজকাল তাঁর অ্যাবসে মজে থাকে মহিলা ভক্তরা, সেই অভিনেতা নাকি ছোটবেলা এরকমই মিষ্টি দেখতে ছিলেন!

চলুন এবার আপনাদের কিছু সূত্র দেই। দেখি তো চিনতে পারছেন কি না কার ছবি এটা। চলতি বছরের শুরু থেকেই এই অভিনেতার বিয়ের খবর নিয়ে খুব জল্পনা-কল্পনা চলছে। প্রেমিকাকে নিজের ছবির হিরোইন করে সিনেমা এনেছেন মাসখানেক আগে। খুলেছেন নিজের প্রযোজনা সংস্থা। অভিনয়ের পাশাপাশি, সঞ্চালনাতেও খুব নামডাক। বুঝতে পারলেন কার কথা হচ্ছে?

ঠিকই ধরেছেন, এই ছবি টলিডের অভিনেতা অঙ্কুশ হাজরার। সোমবার ছবিখানা সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘তখনও সরল ছিলাম। আজও সরল।’ নানা ধরনের মজার কমেন্ট করল অনুরাগীরাও। একজন লিখলেন, ‘হ্যাঁ খুব মিষ্টি। মুখটা দেখলেই মনে হয়…’। আরেকজনের মন্তব্য, ‘তখনছিলে সরল। এখন বর্ধমানের বিষ মাল। গরল।’ তৃতীয়জনের মন্তব্য, ‘ছোট্ট হরিপদ ব্যান্ডওয়ালা’। চতুর্থজন লিখলেন, ‘কী কিউট ছিলে দাদা তুমি’।

২০১০ সালে ‘কেল্লাফতে’ দিয়ে টলিউডে ডেবিউ হয় অঙ্কুশ হাজরার। তারপর থেকে একটানা কাজ করে চলেছেন বড় পরদায়। কাজের সূত্রে, তাঁকে শেষ দেখা গিয়েছে ‘আবার বিবাহ অভিযান’ ছবিতে। তাঁর আগে বান্ধবী ঐন্দ্রিলার সঙ্গে কাজ করেন ‘লাভ ম্যারেজ’-এ। দুটো সিনেমাই মোটামুটি ব্যবসা করেছে বক্স অফিসে। 

আপাতত মির্জা-র প্রস্তুতিতে বড় ব্যস্ত অঙ্কুশ। অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স থেকে আসবে এই সিনেমা। একদম অ্যাকশন অবতারে দেখা মিলবে অভিনেতাকে। সঙ্গে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে জুটি বেঁধে শৈবাল মুখোপাধ্যায়ের ছবিতেও দেখা মিলবে অঙ্কুশকে। বাংলার এক বাঙালি মুসলিম পরিবারের গল্প বলবে এই সিনেমা। নাম 'কুরবান'। 

এদিকে খবর রয়েছে ২০২৩ সালেই নাকি আইনি বিয়েটা সেরে ফেলবেন অঙ্কুশ হাজরা। ১১ বছরেরও বেশি সময় ধরে প্রেম করছেন ঐন্দ্রিলা সেনের সঙ্গে। যদিও আইনি বিয়ে চলতি বছরে হলেও, সামাজিক বিয়েটা হতে পারে ২০২৪-এর শুরুতে। বেশ ধুমধাম করেই বিয়ে করার ইচ্ছে রয়েছে অঙ্কুশ আর ঐন্দ্রিলার। নিমন্ত্রিত থাকবেন টলিউডের বড় একটা অংশ। 

চলতি বছরে কিন্তু দু দুটো সম্মানীয় পুরস্কারও ঢুকেছে তাঁর ঝুলিতে। ২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মহানায়ক সম্মান গ্রহণ করেন অঙ্কুশ হাজরা। সঙ্গে টেলি অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চ থেকে সেরা সঞ্চালক হিসেবে অ্যাওয়ার্ডও পেয়েছেন । 

 

বন্ধ করুন