ভ্যালেন্টাইন্স ডের ঠিক আগেই দাদাগিরির মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে খেলতে এসেছিলেন দম্পতিরা। সেখানে তাঁদের সঙ্গে গল্পে গল্পে দাদা দিয়ে দিলেন একটি ঢপ! মিথ্যে বলেই বললেন কী?
দাদাগিরি ১০ -এ মিথ্যে বললেন সৌরভ!
এদিন এক পুলিশ অফিসার খেলতে এসেছিলেন তাঁর স্ত্রীকে নিয়ে। সেখানে বরের নামে অভিযোগ সেই মহিলা জানান, 'আমার আলমারির সব তাক গোছানো। একদম পরিপাটি। খালি ওর তাকটাই এলোমেলো। আসে, জামা খোলে আর ছুঁড়ে মারে।'
সেটা শুনেই নিজের প্রসঙ্গ টেনে আনেন সৌরভ। হাসিমুখে বলেন, 'আমি কোথাও থেকে বাড়ি ফিরে জামা খুলে পাটপাট করে ভাঁজ করি। তারপর বোতাম লাগিয়ে হ্যাঙারে ঝুলিয়ে রাখি।'
এটা শুনে সবাই তাঁর প্রশংসা করেছেন। সেই মহিলা বলে ওঠেন, 'আরে বাবা বিশাল ব্যাপার তো।' ওমনি সেটা শুনে সৌরভ বলে ওঠেন, 'দাদা যা বলে সব ঠিক তাই না? সবাই কি সুন্দর বিশ্বাস করে নেয়।' এটা শুনে সবাই হাসতে থাকেন।
এরপর সেই মহিলা বলেন, 'ও ভীষণ খেতে ভালোবাসে। অক্টোপাস পর্যন্ত খেয়ে ফেলেছে।' সেটা শুনে চমকে যান সৌরভ যদিও আকছার অনেকেই অক্টোপাস খেয়ে থাকেন। কলকাতার একাধিক রেস্তোরাঁয় পাওয়াও যায়। এরপর তিনি ফের বলেন, 'চানাচুর, নিমকি, বিস্কুট ও তো ভীষণ চুরি করে।' সেটা শুনে যখন তাঁর স্বামী বলতে যান, 'না, না, দাদা আমি পুলিশ।' কিন্তু স্বামীকে তিনি কথা বলতে দিলে তো! তাঁকে 'চুপ করো তো!' বলে থামিয়ে দেন। তাঁদের সেই খুনসুটি দেখে হেসে ফেলেন সৌরভ। এরপর সেই ব্যক্তি বলেন, 'আমি থানায় দারোগা, আর ও বাড়িতে।' এটা শুনে হেসে ফেলেন সৌরভ।
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে বাংলার অনন্যার গানে শুনে সন্তুষ্ট নন জাভেদ আখতার! কেন বললেন, 'শিল্প আছে, কিন্তু...'
দাদাগিরি ১০ প্রসঙ্গে
প্রসঙ্গত দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়।