টেলিপাড়ার অন্যতম ‘পাওয়ার কপল’ নীল-তৃণা (Neel & Trina)। অথচ গত কয়েক সপ্তাহ ধরে এই জুটির সুখের সংসারে চিড় ধরার গুঞ্জনে উত্তাল টেলিপাড়া। যদিও তারকা দম্পতির মুখে একটাই কথা, ‘সব ঠিক আছে। যা রটেছে তার পুরোটাই গুজব'। এর মাঝেই সামনে এল নতুন তথ্য। এই বছর বিবাহবার্ষিকীতে আলাদা থাকবেন ‘তৃনীল’। একসঙ্গে কোনওরকম উদযাপনের পরিকল্পনা নেই তাঁদের। কিন্তু কেন? দু-নম্বর বিবাহবার্ষিকীতে কেন এই আলাদা থাকা? গত বছর শহর থেকে দূরে এক নামী রিসর্টে বন্ধু-বান্ধবদের সঙ্গে বিয়ের জন্মদিন উদযাপন করেছিলেন দুজনে। এবার সেলিব্রেশন তো দূরাস্ত, একসঙ্গে থাকাটাই হচ্ছে না। সে কথা নিজের মুখে জানিয়েছেন তৃণা।
তবে নিন্দকরা বেশি কিছু জল্পনা-কল্পনা করবেন না। তৃণা জানিয়েছেন কাজের জন্য আলাদা থাকবেন তাঁরা। ‘বালিঝড়’-এর নায়িকার কথায়, ‘আমার দু’জনেই কাজের বিষয়ে কোনও ঢিলেমি পছন্দ করি না। তাই এ বার বিবাহবার্ষিকীটা আলাদা আলাদাই কাটবে'। ভিডিয়ো কলে পরস্পরকে শুভেচ্ছা জানিয়েই বিয়ের জন্মদিন কাটবে ‘তৃনীল’-এর। ৪ঠা ফেব্রুয়ারি নীল-তৃণার দ্বিতীয় বিবাহবার্ষিকী। তার দু-দিন পরেই শুরু হচ্ছে তৃণার আসন্ন সিরিয়াল ‘বালিঝড়’। লীনা গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিকে নেতার মেয়ে ‘ঝোড়া’র চরিত্রে থাকছেন তৃণা। পাশাপাশি আগামী ১১ই ফেব্রুয়ারি মুক্তি পাবে তৃণার আসন্ন ওয়েব সিরিজ ‘গভীর জলের মাছ’, সেই নিয়েও ব্যস্ত তৃণা। অন্যদিকে সপ্তাহ শেষে কাজের সূত্রে শহরের বাইরে থাকবেন নীল।
আপতত স্টার জলসারই ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালে দেখা যাচ্ছে নীল ভট্টাচার্যকে। 'তৃনীল'-এর সম্পর্কে ভাঙনের গুঞ্জনের শুরু গত মাসে তৃণার জন্মদিনকে ঘিরে। ছোট ছোট মুহূর্তগুলো সেলিব্রেট করতে ওস্তাদ এই জুটি, অথচ এই বছর তৃণার জন্মদিনে সেভাবে কোনও উদযাপনে মাতেননি এই তারকা দম্পতি। ‘বালিঝড়’-এর সেটে কেক কেটে বার্থ ডে সেলিব্রেট করতে দেখা গিয়েছিল তৃণাকে। নীলের সঙ্গে গত দু-মাসে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট নেই তৃণার। সেই নিয়েও কম প্রশ্ন ওঠেনি। এরপর অসুস্থ তৃণাকে ছেড়ে নীলের ‘পাঠান’ দেখতে যাওয়া নিয়েও নিন্দকদের ফিসফিসানি। তৃণার কথায়, ‘লোকেরা যা বলছে বলুক। একটু রহস্য থাকা ভাল’।
আরও পড়ুন-নীল-তৃণার সম্পর্কে চিড়? অসুস্থ বউকে ফেলে কোথায় গেলেন ‘বাংলা মিডিয়াম’-এর নায়ক
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup