‘অ্যানিম্যাল’ ছবিতে ক্যামিও রোলে অভিনয় করে টক অফ দ্য টাউন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে তৃপ্তির অমায়িক আচরণ এবং রণবীর কাপুরের সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। তবে, জানেন কি তৃপ্তি খুব শীঘ্রই একটি সিনেমায় রোম্যান্স করবেন ভিকি কৌশলের সঙ্গে?
শীঘ্রই একটি রম-কম ছবিতে দেখা যাবে ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরিকে। 'বন্দিশ বন্দিত' খ্যাত পরিচালক আনন্দ তিওয়ারি এই ছবির পরিচালকের আসনে। গত বছর, এই দুই অভিনেতা ক্রোয়েশিয়ায় ছবির জন্য একটি রোম্যান্টিক গানের দৃশ্যের শ্যুটিং করেছিলেন। গানের শ্যুট থেকে তাঁদের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ছবিতে শ্যুটিংয়ের সময় ভিকি ধরে ছিলেন তৃপ্তিকে। অপর একটি ছবিতে ‘অ্যানিম্যাল’ অভিনেত্রীকে কোলেও তুলেছেন ভিকি। আরও পড়ুন: দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে সাত পাক ঘুরলেন YRKKH খ্যাত ব্রুশিকা, চিনে নিন পাত্রকে
আপাতত, বক্স অফিসে ‘অ্যানিম্যাল’-এর সাফল্যে ভাসছেন তৃপ্তি। সেট রণবীর এবং তৃপ্তির বেশ কিছু অন্তঃরঙ্গ শ্যুটিংয়ের দৃশ্যের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সন্দীপ রেড্ডি ভঙ্গার এই ছবিতে রণবীরের সঙ্গে তৃপ্তির অন্তরঙ্গ দৃশ্য দেখে চোখ কপালে দর্শককূলের। একটি দৃশ্যে রণবীর তৃপ্তিকে জুতো চাটতে বলেন, অন্য একটি সিনে সম্পূর্ণ ‘নগ্ন’ হয়ে যৌনতায় মজে পর্দার জোয়া (তৃপ্তি) ও রণবিজয় (রণবীর)।
তৃপ্তি এই দৃশ্য সম্পর্কে কথা বলতে গিয়ে জানিয়েছেন, কেমনভাবে শ্যুটিংয়ের সময় রণবীর ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তাঁর যত্ন নিয়েছেন। চরম ঘনিষ্ঠ দৃশ্যে শ্যুটিংয়ের সময় সেটে পরিচালক, রণবীর ছাড়া একমাত্র চিত্রগ্রাহক উপস্থিত ছিলেন। এর মধ্যেই বার বার তৃপ্তিকে একই কথা জিজ্ঞেস করে চলেছিলেন রণবীর- ‘তুমি ঠিক আছো তো? তোমার কিছু প্রয়োজন আছে? তুমি কমফর্টবেল তো?’ তৃপ্তি বলেন, ‘যখন আশেপাশের মানুষরা তোমাকে এতটা সাপোর্ট করে তখন আর কিছুই অস্বস্তিকর বলে মনে হয় না’।
বোল্ড সিন নিয়ে তৃপ্তির সাফ কথা, 'আমি অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কেউ আমাকে বাধ্য করেনি। আমি এই পেশায় এসেছি কারণ এই কাজটা আমার মধ্যে শিহরণ জাগায়। আমি যখন অভিনয় করি, একটা চরিত্র হয়ে উঠি সেটা আমার ক্ষতগুলোয় মলম লাগায়। চ্যালেঞ্জের মধ্যে আমি আনন্দ খুঁজে পাই’।