খানিক প্রত্যাশিত ছিলই, আইপিএল শুরু হতে না হতেই এক ঝটকায় কমলো বাংলা সিরিয়ালের টিআরপি। আইপিএলের প্রভাব টিআরপি তালিকায় আরও স্পষ্টভাবে দেখা যাবে আগামী সপ্তাহে তবে এই সপ্তাহের ফলাফলও চিন্তায় ভাঁজ ফেলছে সিরিয়াল নির্মাতাদের।
আইপিএলের চেয়েও বেশি সূর্য-দীপা ভক্তরা চিন্তায় ছিল ‘মুকুট’কে নিয়ে। জি বাংলার নতুন তুরুপের তাস শ্রাবণী ভুঁইয়ার এই মেগা। প্রথম সপ্তাহে সূর্য-দীপার জনপ্রিয়তায় খানিক থাবা বসালেও সেরার আসন থেকে টলাতে পারেনি ‘অনুরাগের ছোঁয়া’কে। ৮ নম্বর নিয়ে যৌথভাবে বেঙ্গল টপার স্টার জলসার এই মেগা সিরিয়াল। সূর্য-দীপার ভুল বোঝাবুঝির ট্র্যাক দর্শক যে ভালোভাবেই উপভোগ করছে তা স্পষ্ট। ‘জগদ্ধাত্রী’র সঙ্গে সেরার আসন ভাগ করে নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। অন্যদিকে প্রথম সপ্তাহে ৪.১ নম্বর নিয়েই সন্তুষ্ট থাকতে হল ‘মুকুট’কে। প্রথম দশে জায়গা হয়নি এই মেগার।
প্রথম স্থানের মতো দ্বিতীয় স্থানেও এই সপ্তাহে জোড়া বিজয়ী। জি বাংলার দুই কন্যে পর্ণা এবং গৌরী ৭.২ নম্বর পেয়ে দ্বিতীয়স্থান দখলে রাখলো। জোর করে বর্ষার বিয়ে দিতে উদ্যত শাশুড়ি মা, তাকে আটকাতে পারবে পর্ণা? সেই নিয়ে জমে উঠেছে ‘নিম ফুলের মধু’, অন্যদিকে ইশানের মৃত্যুর ট্র্যাক ভুরিভুরি টিআরপি দিচ্ছে ‘গৌরী এলো’কে।
'খেলনা বাড়ি'র গল্প এক ঝটকায় অনেকটা এগিয়ে গেছে, তবে মিতুলের জনপ্রিয়তা অটুট। ৬.৭ নম্বর পেয়ে থার্ড গার্ল সে। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙা বউ’ এবং ‘পঞ্চমী’। তাদের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬.২ এবং ৬.১।
এক নজরে দেখে নিন সেরা ১০-এর তালিকা:
প্রথম- অনুরাগের ছোঁয়া / জগদ্ধাত্রী (৮.০)
দ্বিতীয়- নিম ফুলের মধু / গৌরী এলো (৭.২)
তৃতীয়- খেলনা বাড়ি (৬.৭)
চতুর্থ- রাঙা বউ (৬.২)
পঞ্চম- পঞ্চমী (৬.১)
ষষ্ঠ- মেয়েবেলা (৫.৮)
সপ্তম- গাঁটছড়া/ বাংলা মিডিয়াম (৫.৫)
অষ্টম- মিঠাই (৫.৩)
নবম- এক্কা দোক্কা (৫.২)
দশম- সোহাগ জল (৪.৯)
এই সপ্তাহে কমবেশি সব সিরিয়ালের টিআরপিই কমেছে। কিন্তু আশার কথা মেয়েবেলার নম্বর কমলেও এক ঝটকায় দু-ধাপ উপরে উঠে এসেছে স্টার জলসার এই বহু আলোচিত মেগা। এই সপ্তাহে ষষ্ঠ স্থানে রয়েছে বিথী মাসি আর মউয়ের গল্প। ‘মিঠাই’ বন্ধ হওয়ার গুঞ্জন চরমে, তবে সেরা দশে জায়গা অটুট বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরোনো মেগার। ৫.৩ নম্বর নিয়ে অষ্টম স্থানে থাকল এই মেগা সিরিয়াল।
আরও পড়ুন- চোট সারিয়ে মিঠাইয়ের সেটে কামব্যাক আদৃতের,‘পা’ ফিরতেই দুষ্টুমি শুরু শাক্য-মিষ্টির
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)