তুনিশা শর্মা মৃত্যু মামলায় গত মার্চেই জামিন পেয়েছেন শিজান খান। এবার শিজানকে পাসপোর্ট ফেরত দেওয়ার অনুমতি দিল মুম্বইয়ের ভাসাই আদালত। আগামী ১০ জুলাই, ২০২৩ পর্যন্ত বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছেন শিজান। এখনও পর্যন্ত তদন্তের কারণেই এতদিন শিজানের পাসপোর্ট জমা ছিল। একটি টিভি শোয়ের শ্যুটিংয়ের প্রয়োজনেই আদালতে পাসপোর্ট ফেরত পাওয়ার আবেদন করেছিলেন অভিনেতা শিজান খান।
সংবাদ সংস্থা ANI সূত্রে শিজানের পাসপোর্ট ফেরত আবেদন আদলতে গ্রাহ্য হওয়ার কথা জানা গিয়েছে। এবিষয়ে শিজান খানের আইনজীবী জানান, ‘আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞ যে শিজানকে খতরোঁ কে খিলাড়ি-এর জন্য আদালত বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছে।’
আরও পড়ুন-‘অস্ত্রোপচার করাতে গিয়েই যত্ত গণ্ডোগোল, আমার নাকই বেঁকে যায়’, অকপট প্রিয়াঙ্কা চোপড়া
সহ-অভিনেতা এবং প্রাক্তন বান্ধবী, অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর মামলার প্রধান অভিযুক্ত টেলিভিশন অভিনেতা শীজান খান। সম্প্রতি তিনি মহারাষ্ট্রের ভাসাই আদালতে একটি আবেদন করেছিলেন যাতে পুলিশকে তাঁর পাসপোর্ট ফেরত দেয়, যেটা তদন্তের কারণে আটকে রাখা হয়েছিল।
এদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তুনিশা শর্মার মা বিনীতা শর্মা। তাঁর কথায়, ‘আমি শুনেছি শীজানকে খতরোঁ কে খিলাড়ি মতো রিয়েলিটি শোয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারার অধীনে গুরুতর অপরাধে বিচারাধীন কাউকে সুযোগ দিয়ে চ্যানেলগুলি সমাজকে কী বার্তা দিতে চাইছে? তার উপর যাঁর বিরুদ্ধে পুলিশ ৫২৪ পৃষ্ঠার চার্জশিট জমা দিয়েছে? আমাদের শিশু এবং উচ্চাকাঙ্ক্ষী অভিনেতারা অনুভব করবে যে অপরাধ করলে এই রিয়েলিটি শোয়ে সুযোগ পাওয়ার সবচেয়ে সহজ উপায়!’
আরও পড়ুন-নেমন্তন্ন করে কঙ্গনাকে অপমান করেন করণ, উচ্চরণ নিয়েও দেন খোঁচা, দেখুন কী ঘটেছিল…
জানা যায়, অভিনেতা শিজান খান 'আলি বাবা দাস্তান-ই-কাবুল' ধারাবাহিকে তাঁর সহ অভিনেত্রী তুনিশা শর্মার সঙ্গে ডেটিং করছিলেন। গত বছর ২৮ ডিসেম্বর তুনিশাকে ওই ধারাবাহিকের সেটেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপরই শিজানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন প্রয়াত তুনিশার মা বিনীতা শর্মা। তাঁর অভিযোগ ছিল, তুনিশাকে জোর করে ইসলামিক রীতিনীতি মানানোর চেষ্টা করতেন শিজান। যদিও শিজানের দিদি ফালাক নাজের পাল্টা অভিযোগ, তুনিশাকে অবহেলা করেছেন তাঁর মা, যে কারণে ছোট থেকেই অভিনেত্রী মানসিক অবসাদে ভুগতেন।