'বধাই হো', নীনা গুপ্তা, গজরাজ রাও, আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবিটি দেখেননি, এমন সিনেমাপ্রেমী হয়তবা কমই আছেন। যেখানে বুড়ো বয়সে অপ্রত্যাশিতভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন নীনা। ছবিতে যখন নীনার ছেলের বিয়ে করার কথা, তখন কিনা মায়ের মা হতে চলার খবর পান আয়ুষ্মান। আর সেটা নিয়েই 'বধাই হো'-তে হইচই বাঁধে।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল অমিত রবীন্দ্রনাথ শর্মার ছবি ‘বধাই হো’। মাত্র ২৯ কোটি টাকা খরচে বানানো এই ছবি ব্যবসা করেছিল ২০০ কোটি টাকা। ছবিটি ফিল্ম সমালোচক থেকে সিনেমাপ্রেমী সকলের কাছেই প্রশংসা পায়। এদিকে সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এই ছবি প্রসঙ্গেই মুখ খুলেছেন নীনা গুপ্তা।
আরও পড়ুন-ভিনধর্মে বিয়ে করে আদপে কেমন আছেন বড় মেয়ে ছায়া? প্রশ্নের মুখে রবিনা
আরও পড়ুন-রক্তাক্ত, বিধ্বংসী চেহারায় রণবীর, বাবার কথা উঠতেই কেন থামিয়ে দিলেন কাপুর পুত্র!
নীনার কথায় আয়ুষ্মান খুরানা নাকি চাননি, তিনি ‘বধাই হো’ ছবিতে আয়ুষ্মানের মায়ের ভূমিকায় অভিনয় করেন। হ্যাঁ, নীনা বলেন, আয়ুষ্মান তাঁকে তাঁর মায়ের ভূমিকায় জন্য ‘রিজেক্ট’ করে দিয়েছিলেন। নীনার কথায়, আয়ুষ্মান বলেন, ‘নীনাজি আমার মা হওয়ার জন্য একটু বেশিই Hot হয়ে যাবেন।’ নীনা গুপ্তা জানান, প্রথমে বধাই হো-তে কাজ করার প্রস্তাব তিনিও ফিরিয়েছিলেন, পড়ে রাজি হন। তবে নীনা গুপ্তার অকপট স্বীকারোক্তি, আজ যে তিনি এত ভালো ভালো কাজ, চরিত্র পাচ্ছেন, সবই হচ্ছে ‘বধাই হো’র দৌলতে। ওই ছবিটি করার পর থেকেই তাঁর কাছে ভালো কাজের প্রস্তাব আসা শুরু করে।
নীনা বলেন, ‘বধাই হো’র পরিচালকের সহকারী তাঁকে বলেছিলেন মধ্যবিত্ত পরিবারের এই চরিত্রের সঙ্গে মানানসই এমন কোনও পোশাক তাঁর পরা উচিত। যেমন সাধারণ কোনও সালোয়ার কামিজ। নীনা গুপ্তা বলেন, তাঁর কাছে কিছু স্টাইলিশ সালোয়ার কামিজ ছিল, আর তাই তিনি বাড়ির রাঁধুনির সালোয়ার কামিজ পরেছিলেন। নীনার কথায়, সেটা ছিল সাধারণ সাদা রঙের একটা সালোয়ার কামিজ। আর সঙ্গে একটা ওড়না গায়ে নিয়েছিলেন নীনা। আর এটা দেখে বেশ খুশিই হয়েছিলেন পরিচালক।