টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ উরফি জাভেদ। বিভিন্ন সময় পোশাকের কারণে চর্চায় থাকেন তিনি। অনেক সময় ট্রোলের মুখেও পড়েন। সর্টোরিয়াল চয়েসের কারণে বার বার শিরোনামে থাকেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। প্রতিবার যখন তিনি প্রকাশ্যে উপস্থিত হন, তাঁর পোশাক সবার দৃষ্টি আকর্ষণ করে।
বিগ বস ওটিটি খ্যাত এই তারকা অদ্ভুত পোশাক পরে ফের একবার চমকে দিয়েছেন সকলকে। রঙিন জ্যাকেটে রীতিমতো অবাক করা লুকে ধরা দেন তিনি। উরফির গোলাপি জ্যাকেটের উপর বড় সাদা এবং নীল চোখ আঁকা। চোখ থেকেও নীল অশ্রু গড়িয়ে পড়ছে। আরও পড়ুন: এ কী! মুখে ঢেকে ফেললেন কেন জাহ্নবী? কার বাড়ি থেকে বেরনোর সময়ে ধরা পড়ে গেলেন
নেটদুনিয়ায় ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ট্রোলের মুখে পড়েন উরফি। বেশ কিছু নেটিজেন এতে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ উরফিকে ‘এলিয়েন’ বললেও অন্যরা তাঁর জ্যাকেট নিয়ে হতাশা প্রকাশ করেছে। নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন, ‘ও কীভাবে এই সমস্ত অদ্ভুত পোশাক পরে ও নিজেই জানে!’ অপর একজনের মন্তব্য, ‘কী করলে ও মানবে, ও মাহাকাশে গিয়েই মানবে, এলিয়েন কোথাকার’।
এই বছরের শুরুর দিকে বিবিসি ওয়ার্ল্ডকে উরফি জানিয়েছিলেন, অনেকের কাছেই অসম্মানিত হন তিনি। এমনকি অনেকে তাঁর সঙ্গে কাজ করতে চায় না। এই সোশ্যাল মিডিয়া সেনসেশনের কথায়, ‘আমি কি জনপ্রিয়তা অর্জন করেছি? হ্যাঁ। খ্যাতি? হ্যাঁ। কাজ? না, মানুষ আমাকে সম্মান করে না। লোকেরা আমার সাথে কাজ করতে চায় না’। আরও জানিয়েছেন, ‘আমি মনোযোগ টানি। আমি মনোযোগ চাই তাই আমি সেরকম পোশাক পরি’।
ট্রোলের প্রসঙ্গে কথা বলতে গিয়ে উরফি জানিয়েছিলেন, ‘আমি মানুষ তাই মন খারাপ হয়। ওই ৫-১০ মিনিটের মতো মন খারাপ হয়। তারপর নিজেকে বোঝাই ওঁরা সম্ভবত খুব কুৎসিত, তোমরা খুব সুন্দর’।