বাংলা নিউজ > বায়োস্কোপ > Urfi-Anjali: 'একটি মেয়ের হস্তমৈথুন বা সঙ্গমের ভিডিয়ো লিক...', অঞ্জলিকে নিয়ে কী বললেন উরফি

Urfi-Anjali: 'একটি মেয়ের হস্তমৈথুন বা সঙ্গমের ভিডিয়ো লিক...', অঞ্জলিকে নিয়ে কী বললেন উরফি

অঞ্জলিকে নিয়ে কী বললেন উরফি?

এমএমএসের যুবতী এবং তিনি এক নন— সংবাদমাধ্যমে একাধিক বার এ কথা জানিয়েছেন অঞ্জলি। তার পরেও তাঁকে নিয়ে চর্চা জারি।

এমএমএস কাণ্ডে এখনও চর্চায় অঞ্জলি অরোরা। শরীরী মিলনে মগ্ন দুই যুবক-যুবতীর ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। খবর রটে, সেই যুবতীর মুখের আদল নাকি হুবহু অঞ্জলির মতো। আর তার পর থেকেই দুর্বিসহ হয়ে ওঠে অভিনেত্রীর জীবন। তাঁকে নিয়ে চলতে থাকে ট্রোল-কটাক্ষ।

এ বার অঞ্জলির পাশে দাঁড়ালেন উরফি জাভেদ। তাঁর কথায়, 'ধরে নেওয়া যাক ভিডিয়োতে ওকেই দেখা যাচ্ছে। কিন্তু ও নিশ্চয়ই ভিডিয়োটি প্রকাশ্যে আনতে চায়নি। অঞ্জলি একটা জঘন্য অপরাধের শিকার। হস্তমৈথুন বা যৌনসঙ্গমের সময়ে অঞ্জলি যদি স্বেচ্ছায় ভিডিয়োটি তৈরি করে এবং সেটি কোনও ভাবে ছড়িয়ে পড়ে, তা হলেও ও-ই অন্যায়ের শিকার। আপনারা কেন সেটা বুঝতে পারছেন না?'

এমএমএসের যুবতী এবং তিনি এক নন— সংবাদমাধ্যমে একাধিক বার এ কথা জানিয়েছেন অঞ্জলি। তার পরেও তাঁকে নিয়ে চর্চা জারি। অন্য দিকে, উরফিকেও তাঁর সাজপোশাকের জন্য কটাক্ষের মুখে পড়তে হয়। তাঁর বক্তব্য, 'যারা অন্যায়ের শিকার, ভারতে তাদেরই দোষী বলে দাগিয়ে দেওয়া হয়। একজন মেয়ে ধর্ষিত হলে, মানুষ তাঁর জামাকাপড়কে দোষ দেয়।'

(আরও পড়ুন: 'আমাকে নয়, মা-বোনকে পোশাক নিয়ে পরামর্শ দাও',পাপারাৎজিদের উপর রেগে আগুন উরফি!)

অঞ্জলির সমব্যথী উরফি। তিনি বলেন, 'ওর (অঞ্জলির) উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। ব্যক্তিগত ছবি, ভিডিয়ো ফাঁস হয়ে যাওয়াটা খুব সহজ বিষয় নয়।'

(আরও পড়ুন: এবার ‘গ্যালাক্সি পোশাক’ পরলেন উরফি! বগলের নীচ থেকে পুরোটাই স্বচ্ছ.. দেখুন ভিডিয়ো)

'কাঁচা বাদাম' গানে একটি ভিডিয়ো করে রাতারাতি ভাইরাল হন অঞ্জলি। 'লক আপ'-এ অংশগ্রহণের পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায়। ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন একাধিক গানের ভিডিয়োয়। কিন্তু এমএমএস কাণ্ডের কারণে কেরিয়ারের শুরুতেই বড় ধাক্কা! তবে সব ভুলে ফের ঘুরে দাঁড়িয়েছেন তিনি।

বন্ধ করুন