২০০১ সালে ডিসেম্বরে বক্স অফিস কাঁপিয়ে মুক্তি পেয়েছিল 'কভি খুশি কভি গম'। চলতি বছর ২০ বছর পেরিয়েছে করণ জোহর পরিচালিত সেই ছবি। অমিতাভ বচ্চন,শাহরুখ খান, হৃতিক রোশন, জয়া বচ্চন, কাজল, করিনা কাপুর অভিনীত সেই ছবি চুরমার করেছিল বক্স অফিসের জমে থাকা বহু রেকর্ড। এবার এই উপলক্ষেই K3G স্পেশ্যাল একটি ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আলিয়া ভাট। সেখানে K3G-তে করিনা কাপুর অভিনীত 'পু' চরিত্রটির একটি জনপ্রিয় সিকোয়েন্স রিক্রিয়েট করতে দেখা গেল এই বলি-সুন্দরীকে।
এদিন ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করে গোটা K3G টিমকে শুভেচ্ছা জানিয়ে আলিয়া লেখেন ভিডিয়োর এই দৃশ্যটি ওই ছবিতে থাকা তাঁর অন্যতম প্রিয় দৃশ্য। সঙ্গে করিনাকে তাঁর ডাক নাম 'বেবো' বলে ডেকে আলিয়ার সংযোজন, ' যে আমার সবসময়ে প্রিয়'।
K3G-র সেই দৃশ্যে করিনার মতো আলিয়াকেও দেখা যায় 'প্রম নাইট' যাওয়ার আগে সারি দিয়ে দাঁড়ানো তাঁর পুরুষ অনুরাগীদের মধ্যে পার্টনার বাছাই করার আগে শর্ত রাখছেন তিনি। সঙ্গে প্রত্যেককে তাঁদের লুকস-য়ে ১ থেকে ১০ এর মধ্যে নম্বরও দিচ্ছেন তিনি। করিনার মতো আলিয়াও বলে ওঠেন, "আমার সঙ্গে প্ৰমে যাওয়ার জন্য সেই ব্যক্তিকে তিনটি ব্যাপারে ভালো হতে হবে। গুড লুকস, গুড লুকস এবং গুড লুকস"। অর্থাৎ এককথায়, সেই ব্যক্তিকে দারুণ হ্যান্ডসাম হতে হবে।
দেখেই বোঝা যাচ্ছে 'রকি অউর রানি কী প্রেম কাহানি'র সেটে তোলা হয়েছে আলিয়ার এই ভিডিয়োটি। কারণ আলিয়ার সামনে দাঁড়িয়ে থাকা তাঁর 'প্ৰম'প্রার্থীদের মধ্যে দেখা গেল এই ছবির পরিচালক করণ জোহরের অন্যতম সহকারী তথা সইফ-পুত্র ইব্রাহিম আলি খানকে। সুদর্শন ইব্রাহিমকে যদিও গুড লুকস-এর ক্ষেত্রে 'মাইনাস' দিলেন আলিয়া। একদম শেষে হাজির হলেন রণবীর সিং। ভিডিয়োতে তিনি K3G-র হৃতিকের চরিত্রে অভিনয় করতে দেখা গেল।
দেখেই বোঝা যাচ্ছে 'রকি অউর রানি কী প্রেম কাহানি'র সেটে তোলা হয়েছে আলিয়ার এই ভিডিয়োটি। কারণ আলিয়ার সামনে দাঁড়িয়ে থাকা তাঁর 'প্ৰম'প্রার্থীদের মধ্যে দেখা গেল এই ছবির পরিচালক করণ জোহরের অন্যতম সহকারী তথা সইফ-পুত্র ইব্রাহিম আলি খানকে। সুদর্শন ইব্রাহিমকে যদিও গুড লুকস-এর ক্ষেত্রে 'মাইনাস' দিলেন আলিয়া। একদম শেষে হাজির হলেন রণবীর সিং। ভিডিয়োতে তিনি K3G-র হৃতিকের চরিত্রে অভিনয় করতে দেখা গেল।
|#+|
এই ভিডিয়ো দেখে মুগ্ধ হয়েছেন 'পু' স্বয়ং। তাই তো, ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করেছেন করিনা কাপুর। সঙ্গে লিখেছেন, 'পু-ই সেরা। তবে এক্ষেত্রে যদি নামটি আলিয়া হয় তবে তা আলাদা কথা। আমাদের সময়ের সেরার সেরা অভিনেত্রী বলে কথা!'