মার্কিন পপ সেনসেশন টেলর সুইফটের নাকি জমে উঠেছে দিলজিৎ দোসাঞ্জের বন্ধুত্ব। তবে কি এই পঞ্জাবি মুন্ডাকেই মন দিলেন সারা বিশ্বে ঝড় তোলা গায়িকা? সম্প্রতি ম্যাটি হিলির সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন, আর এবার শোনা যাচ্ছে ভ্যাঙ্কুভারের একটি রেস্তোরাঁয় একান্ত সময় কাটাতে দেখা গিয়েছে দিলজিৎ ও টেলর সুইফটকে।
এমনিতেই আজকাল মার্কিন মুলুক ও কানাডাতেই বেশি সময় কাটাচ্ছেন দিলজিৎ। দিন কয়েক আগেই ক্যালিফোর্নিয়ার ‘কোচেল্লা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যালে’ টেলর সুইফটের সঙ্গে অনুষ্ঠান করে হইচই ফেলে দিয়েছিলেন এই গায়ক। সেই চর্চার আঁচ আরও দু'জনকে নৈশভোজে দেখে। এক বিদেশি সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, ভ্যাঙ্কুভারের রেস্তোরাঁয় বেশ ঘনিষ্ঠ অবস্থাতেই দেখা মিলেছে তাঁদের। ক্যাকটাস ক্লাব ক্যাফে কোল হারবারে সোমবার রাতে দিলজিৎ এবং টেলরের নৈকট্য দেখে নাকি চোখ কপালে উঠেছে প্রত্যক্ষদর্শীদের। একদম চনমনে মেজাজে ছিলেন টেলর, ব্রেকআপের যন্ত্রণা একবিন্দুও নেই চোখেমুখে, দাবি করা হয় ওই রিপোর্টে। এই খবরের লিঙ্ক টুইটারে শেয়ার করে নিজের প্রতিক্রিয়া দেন দিলজিৎ। লেখেন, ‘ব্যক্তিগত বলে কি কিছুই থাকবে না?’ বোঝাই গিয়েছে এই খবর নিয়ে বেজায় বিরক্ত গায়ক। পরে যদিও নিজের টুইটটি মুছে দেন দিলজিৎ, কেন ওই টুইট ডিলিট করলেন তিনি? তা জানা নেই! তবে দিলজিৎ-এর টুইটের স্ক্রিনশট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
নেটিজেনরা কিছুতেই বিশ্বাস করতে পারছে না এই খবর। ‘ইক কুড়ি’র গায়কের সঙ্গে ‘ব্যাড ব্লাড’ গায়িকার ম্যাচ-মেকিং সম্ভবপর নয়, দাবি নেটিজেনদের। একজন লেখেন, ‘কারুর কাছে কোনও প্রমাণ আছে কি? আমি তো বিশ্বাস করতে পারছি না এই রিপোর্ট’। অপর একজন লেখেন, ‘আমি পাগল হয়ে যাব.. এটা অসম্ভব’। আবার কেউ কেউ লিখেছেন, হয়ত পেশাদার কারণেও দুজনে দেখা করে থাকতে পারেন। এটা অসম্ভব নয়, কারণ ‘কোচেল্লা ফেস্টিভ্যালে’ পারফর্ম করেছেন তাঁরা। কেউ কেউ মজা করে লেখেন, ‘ব্রেক আপের পর টেলর সুইফট নতুন অ্যালবাম আনছেন ফিট্টে মুহ (এই পঞ্জাবি শব্দবন্ধের বাংলা অর্থ লজ্জা লাগে না)’।
নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে ভালোবাসেন দিলজিৎ দোসাঞ্জ। জানা যায়, এই গায়ক-অভিনেতা নাকি বিবাহিত। তাঁর স্ত্রীর নাম সন্দীপ কৌর। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে। মার্কিন মুলুকের বাসিন্দা দিলজিৎ-এর স্ত্রী। দাম্পত্য জীবনে সম্প্রতি নাকি সমস্যা দেখা গিয়েছে দিলজিৎ-এর। তবে এই বিষয় নিয়ে প্রকাশ্যে কখনই মুখ খোলেননি গায়ক। আগামিতে তাঁকে দেখা যাবে ‘অমর সিং চমকিলা’ ছবিতে।