শ্যুটিং সেটে পাঁজরে চোট পেয়েছেন অমিতাভ বচ্চন, ভেঙেছে পাঁজরের কার্টিলেজ। খবর শুনেই আঁতকে উঠে ছিলেন বিগ বি ভক্তরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শুরু হয় প্রার্থনার পর্ব। হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’-র শ্যুটিং এ চোট পান মেগাস্টার। প্রাথমিক চিকিৎসার পর তড়িঘড়ি মুম্বইয়ে ফিরে আসেন বর্ষীয়ান তারকা। এখন কেমন আছেন তিনি? নিজের হেলথ আপটেড শেয়ার করেছেন স্বয়ং অমিতাভ বচ্চন।
অভিনেতা জানান, আপতত সারা বুক জুড়ে স্ট্র্যাপিং, পুরোপুরি সুস্থ হয়ে তবেই কাজে যোগ দেবেন স্পষ্ট জানালেন অমিতাভ। নিজের ব্লগে বিগ বি লেখেন, ‘আপনাদের প্রার্থনার জন্য অন্তর থেকে ভালোবাসা আর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সত্যি পরিপূর্ণ যে পরিমাণ গুরুত্ব আপনারা আমাকে দিয়ে থাকেন, আমার এই বৃহত্তর পরিবারের ভালোবাসা পেয়ে আমি কৃতজ্ঞ’। তবে সুস্থ হতে সময় লাগবে, এটা দীর্ঘ একটা প্রক্রিয়া স্পষ্ট করেন শাহেনশা। তিনি লেখেন, ‘চিকিৎসকরা যা নির্দেশ দিয়েছেন সব মেনে চলছি…বিশ্রাম করছি, বুকে স্ট্র্যাপ জড়ানো… সব কাজ বন্ধ রয়েছে, যা শুরু করব যখন পরিস্থিতি অনুকূল হবে এবং চিকিৎসকরা অনুমতি দেবেন। তবে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা অশেষ’।
মঙ্গলবার দোল। সোমবার দেশের নানান প্রান্তে পালিত হয়েছে নাড়া পোড়া বা হোলিকা দহন। জলসায় প্রতি বছরই নিয়ম মেনে হোলিকা দহন অনুষ্ঠিত হয়। এই বছর অমিতাভের আচমকা অসুস্থতার ফাঁকেও সেই রীতিতে ছেদ পড়েনি। অভিনেতা লেখেন, ‘গতকাল জলসায় হোলিকা জ্বলল। হোলির তারিখ নিয়ে এই বছর একটু বিভ্রান্তি দেখা গিয়েছিল। আজ এবং আগামিকাল দু’দিনই হোলির উৎসব… আমি বিশ্রাম করছি, সুস্থ হয়ে যাব। সকলকে আমার তরফে হোলির শুভেচ্ছা'।
আরও পড়ুন-‘বেদের মেয়ে জোসনা’র কোরিওগ্রাফার মাসুম বাবুল প্রয়াত, শোকপ্রকাশ ঋতুপর্ণার
পাঁজরের কার্টিলেজ ভাঙায় হাঁটতে গেলে বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে, জানিয়েছেন বিগ বি। তবে এই ‘যন্ত্রণাদায়ক’ পরিস্থিতি খুব জলদি কাটিয়ে উঠবেন তিনি, আত্মবিশ্বাসী তারকা। প্রভাস ও দীপিকার পাড়ুকোন অভিনীত ছবি ‘প্রোজেক্ট কে’। এই ছবির অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়েই বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গিয়েছে অমিতাভ বচ্চনের। চোট পাওয়ার পর হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অমিতাভকে, সেখানে চিকিৎসার পর মুম্বইয়ে ফেরেন অভিনেতা। আপতত সম্পূর্ণ বিশ্রামে তিনি।
আরও পড়ুন-'জুতো পরে হোলিকা দহন, এ কেমন রীতি!' শিল্পাকে ধর্মের পাঠ পড়ালেন নেটিজেনরা