ডেঙ্গি আক্রান্ত জারিন খান। জানা যাচ্ছে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি রয়েছেন জারিন। জানা যাচ্ছে, জারিনের সারা শরীরে ব্যথা এবং জ্বরও রয়েছে। হাসপাতাল থেকে ছবি শেয়ার করে নিজেই নিজের স্বাস্থ্য সংক্রান্ত খবর সকলের সঙ্গে শেয়ার করেছেন জারিন খান। জারিনের শেয়ার করা ছবিতে তাঁর হাতে চ্যানেল করা অবস্থায় দেখা গিয়েছে, যার মাধ্যমে তিনি IV ফ্লুয়িড গ্রহণ করতে দেখা গিয়েছে
আরও একটি ছবিতে জারিন খানকে হাসপাতালের বিছানায় শুয়ে ফলের রস খেতেও দেখা গিয়েছে। জারিন জানিয়েছেন, বেশকিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, তীব্র জ্বর আর, সারা শরীরে ব্যথা ছিল। পরে পরীক্ষা করলে তাঁর ডেঙ্গি ধরা পড়ে। তবে এখন তিনি কিছুটা সুস্থ আছেন বলেই জানিয়েছেম অভিনেত্রী। ডেঙ্গি থেকে বাঁচতে সকলকে সতর্কতা অবলম্বন করার বার্তা দেন জারিন খান। পরিবেশ পরিষ্কার ও মশা মুক্ত রাখার আবেদন করেন জারিন। পাশাপাশি, সকলকে সঠিক সময়ে চিকিৎসা করানোর আবেদন করেন। সকলে ডেঙ্গি প্রতিরোধে দায়িত্ব ভাগ করে নিলে তবেই সুরাহা মিলে বলে মনে করেন জারিন খান।

ডেঙ্গি আক্রান্ত জারিন
প্রসঙ্গত, ২০১০ সালে ‘বীর’ ছবির হাত ধরে অভিনয়ে আত্মপ্রকাশ করেন জারিন খান, বীর ছবিতে একজন রাজকুমারীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সলমন খানই তাঁকে তাঁর ছবিতে লঞ্চ করেন। পরবর্তীতে, তিনি ২০১১ সালের কমেডি-ড্রামা ‘রেডি’তে সলমনের সঙ্গে জনপ্রিয় ডান্স নাম্বার ক্যারেক্টার ধিলাতে অভিনয় করার পর খ্যাতি অর্জন করেন। পরে সুপারহিট ছবি হাউসফুল ২-তে অভিনয় করেন তিনি। পরে জারিন হেট স্টোরি ৩, আকসর ২, ১৯২১ সহ আরও বেশকিছু ছবিতেও অভিনয় করেছেন।
প্রসঙ্গত, শেষবার জারিন খানকে ২০২১ সালে ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। মায়ের অসুস্থতার কারণেই বহুদিন বিরতি নিয়েছিলেন বলে জানিয়েছিলেন জারিন খান। তবে শুধুই হিন্দি নয়, পাঞ্জাবি, তামিল, তেলুগু ছবিতেও কাজ করেছেন জারিন খান।