চুপিচুপি বিয়ে করে ফেলেছেন জোমাটোর সিইও! দীপিন্দর গোয়েল গাঁটছড়া বেঁধেছেন মেক্সিকান মডেল গ্রেসিয়া মুনরোজের সঙ্গে। এমনটাই সূত্রের তরফে হিন্দুস্তান টাইমসকে জানানো হয়েছে।
বিয়ে করেছেন জোমাটোর সিইও দীপিন্দর গোয়েল
সূত্রের তরফে জানানো হয়েছে জনপ্রিয় খাবার ডেলিভারির প্ল্যাটফর্ম জোমাটোর প্রতিষ্ঠাতা তথা সিইও দীপিন্দর গোয়েল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি একজন মেক্সিকান মডেলের গলায় মালা দিয়েছেন। শুধু তাই নয়, বিয়ের পর ইতিমধ্যেই তাঁদের হানিমুন হয়ে গিয়েছে। গ্রেসিয়ার সঙ্গে মধুচন্দ্রিমা কাটিয়ে ফেব্রুয়ারি মাসে দেশে ফিরেছেন দীপিন্দর। তবে যে ব্যক্তি এই তথ্য জানিয়েছেন তিনি তাঁর নাম প্রকাশ্যে আনতে চাননি।
অন্যদিকে এই খবর যে পাকা খবর সেটা গ্রেসিয়া মুনরোজের প্রোফাইলে চোখ রাখলেই বোঝা যাচ্ছে। তিনি তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলের বায়োতে লিখে রেখেছেন 'এখন ভারতের বাড়িতে আছি।' এছাড়া সেখান থেকেই জানা গিয়েছে তিনি টিভির শো সঞ্চালনা করেন। তিনি গত জানুয়ারি মাসে দিল্লির একাধিক বিখ্যাত জায়গায় ছবি তুলে সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন
কে দীপিন্দর গোয়েল?
গুরগাঁওয়ের বাসিন্দা হলেন দীপিন্দর। তাঁর বয়স ৪১ বছর। তিনি একাধিক রেস্তোরাঁ এবং ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোমাটোর মালিক। ২০০৮ সালে তিনি এটি তৈরি করেন। তার আগে দীপিন্দর গোয়েল ব্রেন অ্যান্ড কোম্পানিতে চাকরি করতেন।
যদিও সম্প্রতি বিতর্কে জড়িয়েছিল জোমাটো। এই সংস্থার তরফে সবুজ রঙের পোশাকের আয়োজন করা হয়েছিল নিরামিষ খাবার অর্ডার করেন যাঁরা তাঁদের জন্য। সেই সার্ভিসকে তাঁরা পিওর ভেজ মোড বা পিওর ভেজ ফ্লিট বলে ঘোষণা করেছিল। বর্তমানে জোমাটোর ফুড ডেলিভারি বয়দের লাল টিশার্ট পরে থাকতে দেখা যায়। সঙ্গে লাল ব্যাগ রাখতে দেখা যায়।