HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > টুকিটাকি > ঘুমাতে যাওয়ার আগে পান করুন এই ৬টি পানীয়, চোখের নিমেষে কমবে ওজন

ঘুমাতে যাওয়ার আগে পান করুন এই ৬টি পানীয়, চোখের নিমেষে কমবে ওজন

ক্যামোমাইল চা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রেখে ওজন কমাতে সাহায্য করে। ক্যালশিয়াম, পটাশিয়াম ও ফ্ল্যাভনয়েডসে ভরপুর ক্যামোমাইল চা শরীরকে ডিটক্স করে।

বাড়তে থাকা ওজন কম করতে চাইলে ঘুমোতে যাওয়ার আগে এই চা পান করতে ভুলবেন না।

ওজম কমিয়ে সুঠাম, সুন্দর শরীরের অধিকারী হতে কে না চায়। কিন্তু ওজন কমানোর জন্য যে ধরণের ব্যায়াম বা খাদ্যতালিকা কঠিন ভাবে মেনে চলা উচিত, তা অনেকেই করে উঠতে পারেন না। আবার একদল মানুষ এমনও আছেন যাঁরা বহু প্রচেষ্টার পরও মেদ ঝড়াতে পারছেন না। সে ক্ষেত্রে এখানে এমন কয়েকটি স্বাস্থ্যকর পানীয়ের কথা বলা হল, যা ঘুমোতে যাওয়ার আগে পান করলে, অনেকটা সুফল পেতে পারেন। 

১. ক্যামোমাইল চা: ওজন কম করার জন্য শ্রেষ্ঠ পানীয়ের তকমা পেয়েছে ক্যামোমাইল চা। বাড়তে থাকা ওজন কম করতে চাইলে ঘুমোতে যাওয়ার আগে এই চা পান করতে ভুলবেন না। এর ফলে ওজন নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি রাত্রে ভালো ঘুমও আসবে। আবার একাধিক সমীক্ষায় প্রমাণিত যে, ক্যামোমাইল চা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রেখে ওজন কমাতে সাহায্য করে। ক্যালশিয়াম, পটাশিয়াম ও ফ্ল্যাভনয়েডসে ভরপুর ক্যামোমাইল চা শরীরকে ডিটক্স করে।

কী ভাবে বানাবেন- প্রথমে উচ্চতাপ মাত্রায় ভালো ভাবে জল ফুটিয়ে নিন। এর পর আঁচ থেকে নামিয়ে সেই জলে শুকনো ক্যামোমাইল পাতা মিশিয়ে ঢাকা দিয়ে দিন। ১-২ মিনিট পর এটি কাপে ছেকে নিন। মধু মিশিয়ে, ঘুমাতে যাওয়ার আগে পান করুন।

দালচিনির চা মেদ ঝরাতে সাহায্য করে।

২. দালচিনির চা: কম সময়ের মধ্যে দ্রুত ওজন কমাতে চাইলে এই চা পান করা শুরু করে দিন। ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য এটি উৎকৃষ্ট প্রাকৃতিক চা হিসেবে গণ্য। এতে মেটাবলিজম বৃদ্ধির গুণ রয়েছে। পাশাপাশি একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিবায়োটিকে সমৃদ্ধ দালচিনি। এর ফলে এটি একটি উন্নতমানের ডিটক্স ড্রিঙ্কে পরিণত হয়। দালচিনির চা মেদ ঝরাতে সাহায্য করে। 

কী ভাবে বানাবেন- এক কাপ ফুটন্ত জলে এক চা চামচ দালচিনি পাওডার মিশিয়ে ২০-৩০ মিনিট পর্যন্ত ছেড়ে দিন। ঘুমোতে যাওয়ার আধ ঘণ্টা আগে এই চা পান করুন।

ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি অনিদ্রার শিকার হলে মেথির জল পান করুন।

৩. মেথির জল: ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি অনিদ্রার শিকার হলে মেথির জল পান করুন। আবার হজম প্রক্রিয়া ভালো রাখার জন্য এই চায়ের জুড়ি মেলা ভার। 

কী ভাবে বানাবেন- এক চামচ মেথি দানা একগ্লাস জলে সারারাত ভিজিয়ে রেখে দিন। সকালে ছেকে নিন ও জল রেখে দিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই জলটিকে ঈষদুষ্ণ গরম করে পান করুন। নিয়মিত পান করলে শীঘ্র ওজন নিয়ন্ত্রণে আসবে।

পুষ্টিগুণে সমৃদ্ধ এই দুই উপাদানই ওজন কমাতে কার্যকরী।

৪. শশা ও পার্সলের জুস: নিয়মিত এই জুস পান করলে দ্রুত ওজন কমতে পারে। শশায় জল ও ফাইবারের পরিমাণ বেশি। এতে ক্যালরি নেই বললেই চলে। আবার পার্সলে মিনারেল ও ভিটামিনে সমৃদ্ধ। পুষ্টিগুণে সমৃদ্ধ এই দুই উপাদানই ওজন কমাতে কার্যকরী।

কী ভাবে বানাবেন- শশা, পার্সলে, আধ চা চামচ কুচনো আদা ও লেবুর রস মিশিয়ে জুসারে জুস বানিয়ে নিন।

ঘুমাতে যাওয়ার আগে এই জুস পান করলে অতিরিক্ত মেদ কমানো যায়।

৫. অ্যালোভেরা জুস: ঘুমাতে যাওয়ার আগে এই জুস পান করলে অতিরিক্ত মেদ কমানো যায়। অ্যালোভেরা একাধিক শারীরিক সমস্যা দূর করে ও শরীরে পুষ্টি জোগায়। অন্ত্রের ফ্লোরার মধ্যে ভারসাম্য বজায় রাখতে অ্যালোভেরা জুস সাহায্য করে। এমনকি ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম থাকলে, অ্যালোভেরা জুস পান করে সুফল পেতে পারেন। আবার এটি একটি ল্যাক্সেটিভেরও কাজ করে, যার সাহায্যে পরিপাক নালীতে উপস্থিত প্যারাসাইটগুলিকে শরীর থেকে নির্গত করা যায়।

কী ভাবে বানাবেন- চামচ বা স্কুপের সাহায্যে অ্যালোভেরা থেকে জেল বার করে নিন। এর পর দুকাপ জলের সঙ্গে মিশিয়ে ব্লেন্ড করুন। ঘুমাতে যাওয়ার আগে পান করুন এই জুস।

মেটাবলিজম বাড়াতে ও হজম প্রক্রিয়া উন্নত করে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৬. হলুদ দুধ: শুধু মাত্র সর্দি, কাশি বা ঘা সারিয়ে তুলতেই যে এই দুধ পান করা হয়, তা কিন্তু এক্কেবারেই নয়। এর পাশাপাশি হলুদ মেটাবলিজম বাড়াতে ও হজম প্রক্রিয়া উন্নত করে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলি ক্ষতিকর টক্সিনকে শরীর থেকে বের করে দেয়। অন্যদিকে ক্যালসিয়াম ও প্রোটিনের জোগান দেয়, যার ফলে ঘুম ভালো আসে। এর ফলে পরের দিন অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায়।

কী ভাবে বানাবেন- আধ চা চামচ হলুদ গুড়ো দিয়ে দুধ ফুটিয়ে নিন। হলুদ গুড়োর পরিবর্তে এক ইঞ্চি লম্বা গোটা হলুদও দিতে পারেন।

 

টুকিটাকি খবর

Latest News

ভারতের ওই গ্রামে অনেক পুরুষেরই নাম ‘সোনিয়া,’ কারণ জানলে অবাক হয়ে যাবেন কম TRP-র জন্যই তাড়াতাড়ি ঝাঁপ বন্ধ দাদাগিরির? সৌরভের দরাজ প্রশংসা পরিচালকের ভাইপোকে প্রথমবার ধন্যবাদ জানালেন শুভেন্দু অধিকারী, বললেন খুব কাঁচা স্ক্রিপ্ট ‘তেজস্বী সূর্য মাছ খান’, নাম গুলিয়ে ফেলে বললেন কঙ্গনা! খোঁচা তেজস্বী যাদবের ICSE, ISC পরীক্ষার রেজাল্ট সোমবার! কখন ঘোষণা CISCE-র? কোথায় ও কীভাবে দেখা যাবে? সোমে ৭ জেলায় কালবৈশাখী, মঙ্গলে বাড়বে, বাংলায় হবে ভারী বৃষ্টি, ৬ ডিগ্রি কমবে গরম OTP বলেননি,ফোনে কথা বলতে গিয়ে অভিনেতার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে উধাও ৫ লক্ষ টাকা শক্তিপুরে যা বলেছেন, যা করেছেন, BJP ক্ষমতায় এলে সব হিসাব হবে, বললেন শুভেন্দু আরব সাগরে পাকিস্তানিদের নিয়ে বিপদে পড়েছিল মাছ ধরার জাহাজ, সহায়তায় ইন্ডিয়ান নেভি ৩৫ বছর বয়সেও এমন ফিল্ডিং, নিখুত থ্রো! কোহলিকে দেখে গ্রিনও অবাক হয়ে গেলেন

Latest IPL News

৩৫ বছর বয়সেও এমন ফিল্ডিং, নিখুত থ্রো! কোহলিকে দেখে গ্রিনও অবাক হয়ে গেলেন IPL 2024- লাস্ট বয়ের কাছে হেরে ৯ নম্বরে দল, কি সাফাই দিলেন গুজরাট অধিনায়ক শুভমন? সামনে WC,তাই অসুস্থতা উপেক্ষা করে খেলেছেন ম্যাচ,সেরার পুরস্কার পেয়ে বললেন সিরাজ পার্পেল ক্যাপ জিতে মেয়েকে নিলেন কোলে,সোমবার ফের ক্যাপ পুনর্দখল করতে মরিয়া নটরাজন IPL 2024: T20 তে বড় রেকর্ড গড়লেন SA-র ডু প্লেসি, গেইলকে পিছনে ফেলল RCB-র ফ্যাফ হঠাৎই Undertaker-এর ভূমিকায় কেকেআর ক্রিকেটার, মারলেন চোকস্লাম, দেখুন ভিডিয়ো ভক্তদের ভিড়ে আটকে পড়লেন এনরিখ ক্লাসেন! হঠাৎ রেগে গেলেন SRH-এর তারকা ক্রিকেটার হার্দিক-জাদেজা নয়, রোহিতের পর ভারত অধিনায়ক হিসেবে শ্রেয়সকে চেয়েছিল বোর্ড হতে পারে BCCI-ECB বোঝাপড়া, সল্টের প্লে-অফ খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ICC Champions Trophy 2025: PCB বড় পদক্ষেপ, এবার IPL এর সঙ্গে সরাসরি সংঘাতে PSL

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ