1/16স্বাধীনতার পরে কেটে গিয়েছে ৭৫ বছর। এই ৭৫ বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি কী কী? দেখে নিন এক ঝলকে। এবার দেখুন দ্বিতীয় পর্ব।
2/16১৬। ১৯৬৪ সাল। প্রয়াত হলেন জওহরলাল নেহরু। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন লাল বাহাদুর শাস্ত্রী।
3/16১৭। ১৯৬৫ সাল। আবার ভারত-পাকিস্তানের মধ্যে অশান্তি। আবার যুদ্ধ। পাকিস্তান সিদ্ধান্ত নিল আক্রমণের। দুই দেশ ঘোরতর যুদ্ধে সামিল হল।
4/16১৮। ১৯৬৬ সাল। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেলন ইন্দিরা গান্ধী। ভারতের ইতিহাসে শুরু হল নতুন অধ্যায়।
5/16১৯। ১৯৬৭ সাল। ভারতে গ্রিন রেভোলিউশন শুরু হল। ভারত পৃথিবীর অন্যতম বৃহৎ খাদ্য উৎপাদনকারী দেশ হিসাবে আত্মপ্রকাশ করল।
6/16২০। ১৯৬৭ সাল। ভারতের রাজনীতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। শুরু হল নকশালবাড়ি আন্দোলন।
7/16২১। ১৯৬৮ সাল। গ্র্যামি পুরস্কার পেলেন পণ্ডিত রবিশঙ্কর।
8/16২২। ১৯৭১ সাল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সুনীল গাভাসকরের বিধ্বংসী ব্যাটিং। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অবিস্মরণীয় এক অধ্যায়।
9/16২৩। ১৯৭১ সাল। জন্ম হল বাংলাদেশের। সক্রিয় ভূমিকা নিল ভারত।
10/16২৪। ১৯৭৩ সাল। গৌরী দেবীর নেতৃত্বে গাছ বাঁচানোর জন্য চিপকো আন্দোলনের সূচনা। কেটে ফেলার থেকে গাছকে বাঁচাতে এগিয়ে এলেন নারীরা। তাঁরা গাছকে জড়িয়ে ধরে বাঁচাতে চাইলেন।
11/16২৫। ১৯৭৩ সাল। মুক্তি পেল ‘জঞ্জির’। ভারত দেখল ‘অ্যাংরি ইয়াং ম্যান’-এর জন্ম।
12/16২৬। ১৯৭৩ সাল। তৈরি হল আমুল। গুজরাটে দুগ্ধব্যবসায়ীরা তৈরি করলেন এই সমবায়।
13/16২৭। ১৯৭৪ সাল। পোখরানে পরমাণু বোমার পরীক্ষা চালানো হল।
14/16২৮। ১৯৭৩ সাল। তৈরি হল আর্যভট্ট। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। এবার মহাকাশ বিজ্ঞানে ভারতের অগ্রগতি শুরু হল।
15/16২৯। ১৯৭৫ সাল। ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে কঠিন পরিস্থিতি। দেশে জারি হল জরুরি অবস্থা।
16/16৩০। ১৯৭৫ সাল। স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেল ‘শোলে’। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের নতুন মাইল ফলক।