বাংলা নিউজ > টুকিটাকি > Protein and Calcium Food: রোজ ক্যালসিয়াম এবং প্রোটিন যুক্ত খাবার খান, কেন জানেন?
পরবর্তী খবর

Protein and Calcium Food: রোজ ক্যালসিয়াম এবং প্রোটিন যুক্ত খাবার খান, কেন জানেন?

মাখনা

Healthy Food: রোজ নিয়ম করে খান প্রোটিন এবং ক্যালসিয়াম জাতীয় খাবার। এই খাবার খেলে আপনার এনার্জি বাড়বে, আবার কমবে ওজন। কোন খাবার জানেন?

পুজোর বাদ্যি প্রায় বেজে গিয়েছে। আর মাত্র দু সপ্তাহ বাকি। জোর কদমে চলছে প্রস্তুতি, সেটা মণ্ডপ তৈরি হোক, বা প্রতিমা, বা কেনাকাটা কিংবা শরীরচর্চা। জিম থেকে খাবার দাবার নিশ্চয় অতিরিক্ত নজর দেওয়া হচ্ছে? ওজন কমাতে চাইছেন তাই তো? এই সময় তাই নিয়ম করে খান এই সাতটি খাবার যাতে রয়েছে প্রোটিন এবং ক্যালসিয়াম। এই খাবার খেলে যেমন এনার্জি, পাবেন তেমনই কমবে ওজন। আধ পেটা খেয়ে থাকলে ওজন তো কমবেই না উল্টে ক্ষতি হতে পারে।

আসুন দেখে নেওয়া যাক কোন সাতটি প্রোটিন এবং ক্যালসিয়াম যুক্ত খাবার খেলে কমবে ওজন।

১. মাখনা: এটি মাখনা ফক্স নামেও পরিচিত। এই খাবারটি খেলে ক্যালোরি কমে দ্রুত। রোজ সকালে খান এটি। এতে কোলেস্টরল, ফ্যাট, সোডিয়ামের পরিমাণ খুব কম থাকে। এতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, ইত্যাদি। এটা যেমন ওজন কমাবে তেমনই এনার্জি দেবে।

২. স্প্রাউট : এতে অনেক কম ক্যালোরি থাকে। আগের দিন রাতে ভিজিয়ে পরদিন সকালে খেয়ে নিন। এটা খেলে শক্তি পাবেন। মেদ কমবে, এবং ফাইবার থাকার দারুন বাড়বে হজম ক্ষমতা।

৩. ফ্রুট স্যালাড: আপনার পছন্দ মতো ফল দিয়ে বানিয়ে ফেলুন ফ্রুট স্যালাড, এতে রাখতে পারেন কমলা লেবু, কলা, তরমুজ, ইত্যাদি। এতে যেমন রয়েছে ভিটামিন, তেমনই রয়েছে প্রোটিন, মিনারেল, ইত্যাদি। পেটের নানান সমস্যা থেকে এই খাবার আপনাকে ভালো রাখবে।

৪. প্রোটিন স্মুদি: ওজন কমাতে চাইলে এটা অবশ্যই খান। এটা যেমন খিদে নিয়ন্ত্রণ তেমনই বিপাক বৃদ্ধি করে। শরীরে পুষ্টি জোগায় এবং স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এই খাবার।

৫. চিয়া বীজ: এতে রয়েছে প্রোটিন এবং ফাইবার। এটা যে আপনাকে ওজন কমাতে সাহায্য করবে সেটা নয়, একই সঙ্গে পেট ফুলে যাওয়া, গ্যাস হওয়া, ইত্যাদি কমবে। চিয়া বীজ খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে তাই খুচরো খিদেও আর পায় না।

৬. ওটস: নিয়মিত ওটস খাব। এতে আছে দ্রবণীয় ফ্যাট। দুধ আর ওটস মিশিয়ে খান দারুন উপকার পাবেন। এটা যেমন সুস্বাস্থ্য তেমনই এটা খেলে শরীরে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে।

৭. বাদাম: বাদাম এবং ড্রাই ফ্রুটস খান রোজ। কাজু, আখরোট, বাদাম, ইত্যাদি খান এতে যেমন ওজন কমবে তেমনই ভালো রাখবে স্বাস্থ্য।

এছাড়া রোজ প্রচুর পরিমাণে জল খান। জল শরীর থেকে ময়লা দূর করতে সাহায্য করে। দিনে ৭-৮ গ্লাস জল খাওয়া জরুরি।

Latest News

অবশেষে স্লট পেল আনন্দী! অন্বেষা-ঋত্বিকের 'ঘরওয়াপসি'র জেরে বন্ধ হচ্ছে কোন মেগা? ‘মা তারাই ধ্বংস করুক অসুরদের’, RG করের তরুণী চিকিৎসকের বিচার চেয়ে তারাপীঠে যজ্ঞ পুজোয় বাধা দিলে ছাড়ব না, দুর্গোৎসবের আগেই মৌলবাদীদের সতর্ক করল বাংলাদেশ সরকার ১৫ কিমি মানববন্ধনে 'মিশে গেল' শ্যামবাজার থেকে সোদপুর, ‘দিদির’ বিচার চাইছে খুদেরা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াডে ঢুকলেন আকাশ দীপ-যশ দয়াল, ফিরলেন পন্ত ‘ওঁর নতুন স্বামীই তো বলেছেন..’, সোহিনী-দীপ্সিতাকে দু'পাশে নিয়ে হাঁটতে চান কল্যাণ ভাদ্রপদের শেষ একাদশীতে পক্ষ পরিবর্তন করে শ্রীহরি, জেনে নিন তিথি ও পুজোর শুভ সময় 'ডাক্তারদের আন্দোলনের জন্য আমার ভাই চিকিৎসা পেল না, প্রাণটা গেল, জাস্টিস চাই' ১২ রানে আউট হয়েও সাঙ্গাকারার দুরন্ত রেকর্ড ভাঙলেন জো রুট, এলিট লিস্টে উঠলেন ছয়ে 'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.