১। —বাবা, আমাদের বিজ্ঞানের স্যার বলেছেন, অক্সিজেন ছাড়া আমরা নিঃশ্বাস নিতে পারি না। কিন্তু অক্সিজেন আবিষ্কৃত হয়েছে ১৭৭০ সালে। তাহলে তার আগে কি কেউ নিঃশ্বাস নিত না?
—না, কারণ মানুষের নাকও ওই বছরেই তৈরি হয়েছিল।
(আরও পড়ুন: রবিবার মানে ছুটির দিন, রবিবার মানে মজায় থাকার দিন, পড়ুন দিনের সেরা ৫ জোকস)
২। নবাগত নায়ক পটলবাবু বাড়িতে ফিরেই হাঁ হয়ে গেলেন! তাঁর বাড়ির সামনে ফায়ার ব্রিগেডের গাড়ি দাঁড়িয়ে আছে! বাড়ির ভেতরে দাউদাউ করে আগুন জ্বলছে! বাড়ির বাইরে দাঁড়িয়ে ফুঁপিয়ে কাঁদছেন পটলবাবুর স্ত্রী। পটল বাবুকে দেখেই ছুটে এলেন তাঁর স্ত্রী। বললেন, ‘ওগো, আমাদের সব শেষ হয়ে গিয়েছে!’
পটলবাবু বললেন, ‘কী করে এমন হলো?’
স্ত্রী: তোমার একজন ভক্ত এসেছিল বাড়িতে। তার সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরে যে আগুন ধরে গিয়েছে, টেরই পাইনি। আমার এতগুলো গয়না, টাকা, আসবাব—সব পুড়ে গিয়েছে!
পটলবাবু: কী! কী বললে তুমি? আমার একজন ভক্ত এসেছিল?
(আরও পড়ুন: সপ্তাহের প্রথম কাজের দিন, আজ তো হাসতেই হবে! পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৩। একজন ছাত্র পরীক্ষা দিতে গিয়ে দেখল, সে কোনও প্রশ্নেরই উত্তর জানে না। তখন ছাত্রটি খাতায় লিখল, ‘হরে কৃষ্ণ হরে রাম, নম্বর দেওয়া স্যারের কাম।’
পরীক্ষার কাগজ পেয়ে শিক্ষকও খাতায় লিখে দিলেন, ‘হরে হরে হরে, নম্বর কি গাছে ধরে?’
(আরও পড়ুন: হাসলে শরীর ভালো থাকে, সকাল সকাল পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর প্রাণভরে হাসুন)
৪। স্কুলে পরিদর্শক আসবেন। তাই সবাই ক্লাস সাজানো নিয়ে ব্যস্ত। যথারীতি পরিদর্শক এলেন। ক্লাসে ঢুকে দেয়ালে লাগানো একটি রুটিন দেখে এগিয়ে গেলেন। রুটিনে হাত দিয়ে বললেন, ‘কাগজে এত ময়লা কেন?’
টিচারের শত নিষেধ সত্ত্বেও এক ছাত্র বলে উঠল, ‘না স্যার, ময়লা থাকবে কেন? এটা তো মাত্র আজকে লাগিয়েছি।’
(আরও পড়ুন: মাসের শেষ দিন, তার উপর লিপ ইয়ার! সব মিলিয়ে মন ভালো রাখতেই হবে আজ, পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৫। দুটো ইট বসে আছে ছাদের ধারে। অপেক্ষমাণ। একটি তরুণ, অন্যটি বয়স্ক। নীচে তাকিয়ে তারা দেখল, এক লোক দাঁড়িয়ে আছে।
তরুণ ইট বলল: মোক্ষম সুযোগ! চলো, ঝাঁপ দিই।
—চলো।
লাফ দিল তারা। উড়তে উড়তে তরুণ ইট বলল: অযথাই ঝাঁপ দিয়েছি! লোকটার মাথায় তো হেলমেট!
বয়স্ক ইট বলল: নতুন প্রজন্ম এত আনাড়ি! এই দ্যাখো, কী করতে হয় এসব ক্ষেত্রে।… এই যে ভাই, শুনছেন?
লোকটি তাকালো ওপরের দিকে: আমাকে বলছেন?