১। সব বিষয়ে আগে কথা বলার অভ্যাস আছে পিন্টুর। ক্লাসে বিজ্ঞানের শিক্ষক জিজ্ঞাসা করলেন, ‘দেখি, কে বলতে পারবে, আমরা কেন আগে বিদ্যুৎ চমকানো দেখি এবং তার পরে শুনি মেঘের গর্জন?
পিন্টু উঠে দাঁড়িয়ে পড়ল।
শিক্ষক: সঠিক উত্তর জানো?
পিন্টু: হ্যাঁ, স্যর।
শিক্ষক: বলো দেখি।
পিন্টু: কারণ, আমাদের মাথার মধ্যে চোখের অবস্থান কানের আগে।
(আরও পড়ুন: হালকা হালকা শীত, তার মধ্যে মুখে থাকুক হাসি! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
২। নতুন মোটরসাইকেল কিনেছে বান্টি। দারুণ ছোটে এই বাইক। বন্ধু রন্টিকে পিছনে বসিয়ে ফাঁকা রাস্তায় বাইক চালাচ্ছে সে।
রন্টি: এত জোরে চালাস না ভাই, আমার খুব ভয় লাগছে। চারপাশ দিয়ে কেমন সব হুশ হুশ করে পেরিয়ে যাচ্ছে। যদি ছিটকে পড়ে যাই।
বান্টি: তা হলে আমার মতো চোখ বন্ধ করে রাখ। দেখবি আর কোনও ভয়ই লাগছে না।
(আরও পড়ুন: সকালের শুরুতে হাসতেই হবে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৩। বাবা আর ছেলে চিড়িয়াখানা বেড়াতে গিয়েছে।
ছেলে: বাবা, ওই দেখো, ওই যে চোরের মা দাঁড়িয়ে আছে।
বাবা: দূর বোকা! চোরের মা কোথায়? ওটা তো একটা জিরাফ। দেখতে পাচ্ছিস না!
ছেলে: কেন, কালই তো তুমি পড়ালে চোরের মায়ের বড় গলা। ও তো বড় গলা, তাই বললাম।
(আরও পড়ুন: ধনতেরাসের সন্ধ্যায় কেনাকাটা, আর সকালে দিলখোলা হাসি! পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৪। এক বাড়িতে ডাকাতি হয়েছে। প্রতিবেশীর বাড়িতে অনুসন্ধানের কাজে গিয়েছেন গোয়েন্দা অফিসার। কিন্তু পাশের বাড়ির লোকটি বড় ভোলাভালা। তার থেকে কিছু জানাটা মোটেই সহজ কাজ নয়।
গোয়েন্দা: গত রাতে পাশের বাড়ি থেকে আপনারা কোনও শব্দ শুনতে পেয়েছেন?
প্রতিবেশী: নাহ্! গোলা গুলি, চিৎকার আর ওদের কুকুরটার চেঁচামেচির যন্ত্রণায় কিছু শোনাই যাচ্ছিল না! আর চেষ্টাও করিনি মোটে।
(আরও পড়ুন: উৎসবের মরসুম প্রায় শেষ, কিন্তু হাসি যেন না থামে! পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৫। সেলুনে চুল কাটাতে গিয়েছেন এক ভদ্রলোক।
চুল কাটা শেষে নাপিত ভদ্রলোকের মাথার পিছনে আয়না ধরে বললেন, ‘কেমন হয়েছে, স্যর? চুলের কাটিং ঠিক আছে তো?’
ভদ্রলোক: ভালোই, তবে পিছনের চুলগুলো আর একটু লম্বা করে দাও। তাতে আরও ভালো লাগবে।