বাংলা নিউজ > টুকিটাকি > Covid intranasal vaccine: ইনজেকশনের ভয় নেই আর, নাক দিয়ে নেওয়া যাবে কোভিড টিকা! খরচ কত, কারা পাবেন জানুন

Covid intranasal vaccine: ইনজেকশনের ভয় নেই আর, নাক দিয়ে নেওয়া যাবে কোভিড টিকা! খরচ কত, কারা পাবেন জানুন

সারা বিশ্বে এই প্রথম চালু হল কোভিডের ইন্ট্রানাসাল ভ্যাকসিন অর্থাৎ নাক দিয়ে নেওয়ার টিকা (LM)

Covid intranasal vaccine has been launched know who are eligible to take the doses: এতদিন টিকা মানেই ছিল ইনজেকশন। তবে ইনজেকশন ছাড়াই এবার নেওয়া সম্ভব কোভিড টিকা। কীভাবে, কারা পাবেন জেনে নিন।

এতদিন টিকা মানেই ইনজেকশন ফোটানোর ভয় থাকত অনেকের মনে। তবে এবার ধারণাটা পাল্টে দিল ভারত বায়োটেক। টিকা এবার সরাসরি রক্তে না পাঠালেও হবে। অর্থাৎ ইনজেকশন এর ভয় আর নেই।‌ এবারে নাক দিয়েই নেওয়া যাবে কোভিড টিকা। তবে আর পাঁচটি গড়পড়তা টিকা নয়, কোভিড-১৯ টিকাই এবার নাক দিয়ে নেওয়া সম্ভব। সারা বিশ্বে এই প্রথম চালু হল কোভিডের ইন্ট্রানাসাল ভ্যাকসিন অর্থাৎ নাক দিয়ে নেওয়ার টিকা।

আজ ২৬ জানুয়ারি এই টিকার আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা জানান সংস্থার কর্তৃপক্ষ। ভারত বায়োটেকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ এলা মৌলানা আজাদ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি-এর একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বলেন, 'আমাদের নাকের মাধ্যমে নেওয়ার টিকা আনুষ্ঠানিকভাবে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে চালু হবে।'

২০২২ সালের ডিসেম্বরে ভারত বায়োটেক প্রাথমিক দুটি ডোজ ও একটি হেটেরোলগাস বুস্টার ডোজ টিকার অনুমোদন পায়। প্রাথমিক ২-ডোজের সময়সূচির জন্য এবং একটি হিসাবে অনুমোদন পেয়েছে। তবে এর আগে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ১৮ বছর বা তার বেশি বয়সের রোগীর ক্ষেত্রে জরুরি পরিস্থিতিতে ইন্ট্রানাসাল ভ্যাকসিন সীমিতভাবে ব্যবহার করার অনুমোদন দিয়েছিল।

এইবারের অনুমোদন পাওয়ার পর বিশ্বের প্রথম ইন্ট্রানাসাল বা নাকের মাধ্যমে নেওয়ার টিকা সম্পূর্ণ রূপে চালু হচ্ছে। তবে এই টিকা নেওয়ার আগে কিছু বিষয়ও জেনে রাখা জরুরি।

একটি ডোজ নিতে কত টাকা দিতে হবে?

১৮ বছরের বেশি বয়সীদের জন্য ইনকোভ্যাক (iNCOVACC) একটি বুস্টার ডোজ হিসেবে চালু করা হবে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সংগ্রহের জন্য ভারত বায়োটেক এর দাম রেখেছে ৩২৫ টাকা। এর সঙ্গে যোগ হবে জিএসটি। বেসরকারি হাসপাতাল এবং টিকা কেন্দ্রগুলিকে প্রতিটি ডোজের জন্য ৮০০ টাকা দিতে হবে। তার সঙ্গে যোগ হবে জিএসটি।

কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেকের জানাচ্ছে, সরকারের কোউইন ওয়েবসাইটে গিয়ে ইন্ট্রানাসাল ভ্যাকসিনের ডোজ এর জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। এই পময় আপনাকে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। আপনার নম্বরে আসা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ডস) ফাঁকা বক্সে লিখতে হবে। এর পরে নিজের পছন্দের একটি স্লট নির্বাচন করতে হবে।

কারা কারা এই টিকা নিতে পারবে?

১৮ বছরের কমবয়সিদের এই টিকা দেওয়া হবে না। তবে ১৮ বছরের বেশি বয়সি যে কেউ ইন্ট্রানাসাল ভ্যাকশিনের ডোজ বেছে নিতে পারেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন