বাংলা নিউজ > টুকিটাকি > Rabindranath Tagore: কল্কির একরত্তি মেয়ের প্রিয় গান কী জানেন? একটি রবীন্দ্রসঙ্গীত! দেখুন তো কোন গানটি

Rabindranath Tagore: কল্কির একরত্তি মেয়ের প্রিয় গান কী জানেন? একটি রবীন্দ্রসঙ্গীত! দেখুন তো কোন গানটি

কন্যার সঙ্গে কল্কি।

Kalki Koechlin's Daughter's Favourite Song: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কল্কি একটি ভিডিয়ো পোস্ট করেছেন। প্রিয় গান শুনে কীভাবে উপভোগ করছে তাঁর কন্যা, সেটিই দেখা যাচ্ছে ভিডিয়োয়। দেখুন সেই Video।

অত্যন্ত প্রতিভাবান অভিনেত্রী হিসাবে কল্কি পরিচিত। যদিও ইদানীংকালে অভিনয় বা চলচ্চিত্রে কাজের চেয়ে কন্যার দিকেই বেশি নজর দিচ্ছেন তিনি। তাই খুব বেশি ছবিতে তাঁকে এখন আর দেখা যাচ্ছে না। কিন্তু তার পরেও তিনি যা করেন, তা খবরে আসে।

হালে নানা কারণে খবরে এলেও, এবারে কারণটি একেবারে আলাদা। এবং সেটির সঙ্গে সম্পর্ক রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরেরও। ২২ শ্রাবণ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো পোস্ট করেছেন কল্কি। সেখানে তাঁর কন্যার সঙ্গে দেখা যাচ্ছে আরও কয়েকটি শিশুকে।

ভিডিয়ো পোস্ট করে কল্কি যা লিখেছেন, তার অর্থ হল শিশুদের শোনানোর জন্য এখন তাঁর প্রিয় গান এটিই। কোন গান সেটি? তা আর কারও লেখা গান নয়, খোদ রবীন্দ্রসঙ্গীত। এর আগেও বহু বার তিনি জানিয়েছেন, রবীন্দ্রসঙ্গীত তাঁর ভীষণ পছন্দের। এবার কথা থেকে পরিষ্কার, তাঁর কন্যারও মনে ধরেছে রবিঠাকুরের গান।

কিন্তু কোন গান পোস্ট করেছেন কল্কি? তিনি ভিডিয়োর সঙ্গে যে গানটি বাজিয়েছেন, সেটি হল ‘ফুলে ফুলে ঢ'লে ঢ'লে’। দেখে নিন, সেই ভিডিয়ো।

তবে বিষয়টি এখানেই শেষ নয়। এর পরে ওই ভিডিয়োয় এসে মন্তব্য করেছেন সায়নী গুপ্ত থেকে চিত্রাঙ্গদা দাশগুপ্তর মতো শিল্পীরাও। সায়নী লিখেছেন, ‘চিরকালের সেরা ঘুমপাড়ানিয়া গান।’ (The best lullaby ever!) আর চিত্রাঙ্গদা এই ভিডিয়োর সূত্রে ভালোবাসা জানিয়েছেন কল্কির খুদেকে।

বন্ধ করুন