আজ হতে চলেছে আংশিক চন্দ্রগ্রহণ। চলতি বছরে আর কোনও চন্দ্রগ্রহণ হবে না। তবে শুধু সেটাই কারণ নয়, মহাজাগতিক দিক থেকে শুক্রবারের আংশিক চন্দ্রগ্রহণ হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ৫৮০ বছরে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ হতে চলেছে আজ। সেই গ্রহণ কি খালি চোখে দেখা উচিত?
বিশেষজ্ঞদের মতে, খালি চোখে চন্দ্রগ্রহণ দেখা যাবে। সূর্যগ্রহণের ক্ষেত্রে খালি চোখে গ্রহণ দেখতে নিষেধ করা হয়। তাতে রেটিনার ম্যাকুলা ক্ষতিগ্রস্ত হতে পারে। তার জেরে আংশিক দৃষ্টিক্ষমতা হারিয়ে যেতে পারে। ওকখার্ড হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ সন্দীপ কাটারিয়া বলেছেন, ‘সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণে কোনও ক্ষতি হয় না। যাঁরা সূর্যগ্রহণ খালি চোখে দেখেন, তাঁরা আংশিকভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন। কিন্তু চন্দ্রগ্রহণ যথেষ্ট সুরক্ষিত। তা খালি চোখেই দেখা যায়।’ সঙ্গে তিনি বলেছেন, সূর্যেগ্রহণের ক্ষেত্রে চোখের মধ্যবর্তী অংশ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ‘চন্দ্রগ্রহণের সময় চোখের মধ্যবর্তী অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার তেমন জোরালো কোনও কারণ নেই।’
সূর্যের অতিবেগুনি রশ্মি (ইউভি রে)-এর মতো বিষয় থাকায় গ্রহণের সময় সেদিকে তাকালে চোখের উপর প্রভাব পড়তে পারে। দিল্লির বসন্ত কুঞ্জের ফর্টিস হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ আরতি নানগিয়া বলেন, ‘চাঁদ চোখ ধাঁধানো আলোর উৎস নয়। তা শুধুমাত্র সূর্যের আলোয় আলোকিত হয়। চন্দ্রগ্রহণ দেখা বিপজ্জনক নয়। তবে শেষের দিকে চন্দ্রগ্রহণ দেখার বিষয়টি এড়িয়ে চলুন। কারণ সেই সময় চাঁদের খুব কাছে থাকে চাঁদ।’ সেই সময় চোখে প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন ওই বেসরকারি চক্ষু বিশেষজ্ঞ।