বাংলা নিউজ > টুকিটাকি > Phone Scam: ‘কয়েক ঘণ্টায় বন্ধ হবে আপনার ফোন’, এরকম ফোন এলেই সাবধান! লুট হতে পারে সব টাকা, সাবধান করল মন্ত্রক
পরবর্তী খবর

Phone Scam: ‘কয়েক ঘণ্টায় বন্ধ হবে আপনার ফোন’, এরকম ফোন এলেই সাবধান! লুট হতে পারে সব টাকা, সাবধান করল মন্ত্রক

প্রতীকী ছবি (AP)

Mobile Scam: আবার নতুন ফন্দি। এবার ফোন লাইন বন্ধ করার গল্প শুনিয়ে টাকা লুটছে বহু অসাধু। সাবধান করল টেলিকম বিভাগ।

অচেনা নম্বর থেকে ফোন। তার পরে উলটো দিক থেকে গম্ভীর গলায় ঘোষণা, ‘আপনার ফোন লাইন আর কয়েক ঘণ্টায় বন্ধ হয়ে যাবে।’ যিনি ফোন করেছেন, তাঁর দাবি, তিনি টেলিকম বিভাগের কর্মী। এরকম কোনও ফোন পেলে যে কেউই কিছুটা বিব্রত হয়ে পড়বেন। অতএব উপায়? ফোন কানেকশন বন্ধ হওয়া আটকানোর জন্য যা যা দরকার, তাই। তার মধ্যে থাকতে পারে, বিশেষ একটি নম্বরে মিসজ কল দেওয়া, একটি নির্দিষ্ট নম্বরে মেসেজ পাঠানো, ফোন আসা ওটিপি জানানো থেকে নানা কিছু। আর সেগুলি করলেই অ্যাকাউন্ট থেকে হাপিস টাকা! 

(আরও পড়ুন: এই মেসেজ এলেই নিমেষে হ্যাক হয়ে যাচ্ছে ফোন! বিপদে পড়ার আগে চেক করে নিন)

হালে অনেকের কাছেই এমন ফোন আসছে আর তার ফাঁদে পা দিচ্ছেন কেউ কেউ। এ ধরনের ফোন সম্পর্ক সাবধান করল খোদ টেলিকম বিভাগ। শনিবার এই বিভাগের তরফে সকলকে বলা হয়েছে, এই ধরনের কোনও ফোন টেলিকম বিভাগের তরফে কাউকে করা হচ্ছে না। এবং যাঁরা নিজেদের টেলিকম বিভাগের কর্মী বলে পরিচয় দিয়ে এই ধরনের ফোন করছেন, তাঁরা মোটেই এই বিভাগের সঙ্গে যুক্ত কেউ নন। 

এ ধরনের ঘটনায় সম্পর্কে সাবধান করছেন টেলিকম বিশেষজ্ঞরাও। এরকম কোনও ফোন এলে কোনও নম্বর তাদের পাঠানো তো দূরের কথা, কথা বলতেই নিষেধ করছেন অনেকে। অচেনা কোনও ফোন নম্বর থেকে যদি পোন করে বলা হয়, আপনার ফোন নম্বর কিছু ক্ষণেই বন্ধ হবে, তাহলে সেই ফোন কলকে একেবারেই পাত্তা দিতে বারণ করছেন বিশেষজ্ঞরা। 

(আরও পড়ুন: এক মুহূর্তে হ্যাক করা যায়! এমন পাসওয়ার্ডই ব্যবহার করেন অধিকাংশ ভারতীয়)

তবু যদি নিজের সন্দেহ হয়, তাহলে কী করবেন? এমন হতেই পারে, আপনার মনে হচ্ছে, বিল ঠিকঠাক জমা না পড়ায়, আপনার ফোন হয়তো বন্ধ হবে। সেক্ষেত্রে আপনি যে কোম্পানির ফোনের নেটওয়র্ক ব্যবহার করেন, অর্থাৎ আপনার পরিষেবাপ্রদানকারী সংস্থার সঙ্গে দ্রুত যোগাযোগ করতে বলা হচ্ছে টেলিকম বিভাগের তরফে। একমাত্র তারাই আপনাকে বলতে পারবে, আদৌ আপনার ফোন লাইন বন্ধ হবে, নাকি চালু থাকবে। 

এই ধরনের ফাঁদ আগেও নানা ভাবে তৈরি করা হয়েছে। এবারেও এমনই কিছু ফিকির বানানো হয়েছে অসাধুদের তরফে। তেমন কিছুর শিকার হলে দ্রুত স্থানীয় থানায় যোগাযোগও করতে বলছেন বিশেষজ্ঞরা। 

Latest News

২৮,২০৮ টাকা বোনাস বাড়বে রেলকর্মীদের? কেন্দ্রের ঘোষণার পরে সামনে অঙ্ক, রইল হিসাব ‘সব ইন্ডাস্ট্রিতেই রাজনীতি হয়…কারও পেটে লাথি মেরো না’, টলিউডের ভাঙন নিয়ে সরব দেব ‘চুমুও পাঠাচ্ছো মিঠুনকে,’ দেবকে চেপে ধরলেন কুণাল, জবাব এল মুখের উপর শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে T20 WC 2024 অভিযান শুরু করল ফাতিমা সানার পাকিস্তান সত্যজিতের পর একমাত্র সৃজিত! বাইশে শ্রাবণ জায়গা করে নিল এই খাস তালিকায় পুজোয় মিঠাইরানিকে মিষ্টি উপহার মমতার! দিদির ভালোবাসায় আপ্লুত সৌমিতৃষা, কী পেলেন? ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে… বৃহস্পতির বক্রী চলন সমস্যা বাড়াবে! সম্পর্কে ফাটল অর্থের অপচয়ে নাজেহাল হবে ৫ রাশি শারদীয়া নবরাত্রির নয় দিনে কী বিশেষ ভোগ নিবেদনে হবে ইচ্ছাপূর্তি জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.