অচেনা নম্বর থেকে ফোন। তার পরে উলটো দিক থেকে গম্ভীর গলায় ঘোষণা, ‘আপনার ফোন লাইন আর কয়েক ঘণ্টায় বন্ধ হয়ে যাবে।’ যিনি ফোন করেছেন, তাঁর দাবি, তিনি টেলিকম বিভাগের কর্মী। এরকম কোনও ফোন পেলে যে কেউই কিছুটা বিব্রত হয়ে পড়বেন। অতএব উপায়? ফোন কানেকশন বন্ধ হওয়া আটকানোর জন্য যা যা দরকার, তাই। তার মধ্যে থাকতে পারে, বিশেষ একটি নম্বরে মিসজ কল দেওয়া, একটি নির্দিষ্ট নম্বরে মেসেজ পাঠানো, ফোন আসা ওটিপি জানানো থেকে নানা কিছু। আর সেগুলি করলেই অ্যাকাউন্ট থেকে হাপিস টাকা!
(আরও পড়ুন: এই মেসেজ এলেই নিমেষে হ্যাক হয়ে যাচ্ছে ফোন! বিপদে পড়ার আগে চেক করে নিন)
হালে অনেকের কাছেই এমন ফোন আসছে আর তার ফাঁদে পা দিচ্ছেন কেউ কেউ। এ ধরনের ফোন সম্পর্ক সাবধান করল খোদ টেলিকম বিভাগ। শনিবার এই বিভাগের তরফে সকলকে বলা হয়েছে, এই ধরনের কোনও ফোন টেলিকম বিভাগের তরফে কাউকে করা হচ্ছে না। এবং যাঁরা নিজেদের টেলিকম বিভাগের কর্মী বলে পরিচয় দিয়ে এই ধরনের ফোন করছেন, তাঁরা মোটেই এই বিভাগের সঙ্গে যুক্ত কেউ নন।
এ ধরনের ঘটনায় সম্পর্কে সাবধান করছেন টেলিকম বিশেষজ্ঞরাও। এরকম কোনও ফোন এলে কোনও নম্বর তাদের পাঠানো তো দূরের কথা, কথা বলতেই নিষেধ করছেন অনেকে। অচেনা কোনও ফোন নম্বর থেকে যদি পোন করে বলা হয়, আপনার ফোন নম্বর কিছু ক্ষণেই বন্ধ হবে, তাহলে সেই ফোন কলকে একেবারেই পাত্তা দিতে বারণ করছেন বিশেষজ্ঞরা।
(আরও পড়ুন: এক মুহূর্তে হ্যাক করা যায়! এমন পাসওয়ার্ডই ব্যবহার করেন অধিকাংশ ভারতীয়)
তবু যদি নিজের সন্দেহ হয়, তাহলে কী করবেন? এমন হতেই পারে, আপনার মনে হচ্ছে, বিল ঠিকঠাক জমা না পড়ায়, আপনার ফোন হয়তো বন্ধ হবে। সেক্ষেত্রে আপনি যে কোম্পানির ফোনের নেটওয়র্ক ব্যবহার করেন, অর্থাৎ আপনার পরিষেবাপ্রদানকারী সংস্থার সঙ্গে দ্রুত যোগাযোগ করতে বলা হচ্ছে টেলিকম বিভাগের তরফে। একমাত্র তারাই আপনাকে বলতে পারবে, আদৌ আপনার ফোন লাইন বন্ধ হবে, নাকি চালু থাকবে।
এই ধরনের ফাঁদ আগেও নানা ভাবে তৈরি করা হয়েছে। এবারেও এমনই কিছু ফিকির বানানো হয়েছে অসাধুদের তরফে। তেমন কিছুর শিকার হলে দ্রুত স্থানীয় থানায় যোগাযোগও করতে বলছেন বিশেষজ্ঞরা।