বাংলা নিউজ > টুকিটাকি > Rakhi Purnima Messages: কালই তো রাখি, আপনার ভাই বা বোনকে পাঠিয়ে দিন শুভেচ্ছাবার্তা, লিখে দিলাম আমরা
রাত পোহালেই রাখি। রাখির দিনে কি আপনার ভাই বা বোনের সঙ্গে দেখা হবে না? তাহলে ওঁকে পাঠিয়ে দিতে পারেন শুভেচ্ছাবার্তা। জেনে নিন এখান থেকে।
- ছোট থেকেই আমরা একসঙ্গে হেসেছি, একসঙ্গে কেঁদেছি, একসঙ্গে খেলেছি, আবার ঝগড়াও করেছি। সুখ-দুঃখের মুহূর্তগুলি ভাগাভাগি করেই বড় হয়েছি। আর সেটাই আমাদের বন্ধনকে আরও দৃঢ় করেছে। সেই সব সুন্দর স্মৃতি নিয়েই থাক আজকের দিনটা। শুভ রাখিপূর্ণিমা। ভালো থাকিস। (আরও পড়ুন: রাখিপূর্ণিমা কখন শুরু হবে? ভাইয়ের হাতে রাখি বাঁধবেন কখন? জেনে নিন শুভ মুহূর্ত)
- আমি সারা বছর ধরে অপেক্ষা করি যে এই দিনটায় আমাদের দেখা হবে। কিন্তু এ বছরও হল না। তাই দূর থেকেই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তুমি খুব ভালো থেকো। শুভ রাখি পূর্ণিমা।
- মিষ্টি বোন আমার, তুই ভালো থাক। আমি কামনা করি আমাদের বন্ধন দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠুক। সুখে-দুঃখে আমরা যেন পরস্পরের কাছে থাকতে পারি। শুভে রাখি পূর্ণিমা। (আরও পড়ুন: 'এই বন্ধন থাক চিরন্তন', রাখি পূর্ণিমায় ভাইবোনকে জানিয়ে ফেলুন শুভেচ্ছা, রইল টিপস)
- রাখিপূর্ণিমার দিনটি আমার কাছে শুধু একটা উৎসবের দিন নয়। এটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ প্রতিটি ভাইয়ের কাছেই তার বোন অত্যন্ত দামি। আর সেই দামি সম্পর্কটি উদ্যাপনের দিন আজ। আমি দূরে থাকলেও তাই আজকের দিনটি আমার কাছে স্পেশাল। আশা করি, আগামী বছর ঠিক দেখা হবে। এই দিন। রাখিপূর্ণিমায়।
- রাখি উৎসব মানে, ভাইয়ের হাতে বোনের রাখি বেঁধে দেওয়া নয়। এটি ভাই-বোনের আত্মার বন্ধনকেও দৃঢ় করে। দু’টি মানুষ, যারা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে, তাদের সম্পর্ক যে গভীর থেকে গভীরতর হয়েছে, তা প্রমাণ করে দেয় এই দিনটি। তাই রাখি আমার কাছে সম্পর্ক গাঢ় হওয়ার দিন, ভাই-বোনের আত্মিক বন্ধনের দিন। শুভ রাখিপূর্ণিমা। ভালো থেকো। (আরও পড়ুন: বৈদিক মতে রাখী পরানোর কিছু নিয়ম রয়েছে, সেগুলি মেনে চললে সুফল পেতে পারেন)
- বোন মানে শুধু বোন নয়, একই সঙ্গে সবেচেয়ে কাছের বন্ধুও। এটা যে কোনও দাদা বা দিদিই জানে। বোনের সঙ্গে সেই সম্পর্ক উদ্যাপনের দিনই হল রাখি। এই দিনটি তাই তোকে দিলাম। প্রিয় বোনকে দিলাম। শুভ রাখিপূর্ণিমা।
- জীবনে বহু ওঠা-পড়ার মধ্যে দিয়ে গিয়েছি। কিন্তু কখনও হেরে যাইনি। কারণ তুই পাশে ছিলি। এখনও আছিস। হয়তো রোজ দেখা হয় না। কিন্তু এই দিনটি এলেই বেশ টের পাই, তুই খুব কাছে আছিস। ছোট্ট বোন আমার, তোকে রাখিপূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।
- রাখির সুন্দর দিনটি আমাকে সেই সব দিনের কথা মনে করিয়ে দেয়, যখন আমরা ছোট ছিলাম। আমরা লড়াই করেছি এবং সেব সব নিজেরাই মিটিয়ে নিয়েছি। সেই সুন্দর দিনগুলি আর ফিরে আসবে না। কিন্তু সব সময় আমার হৃদয়ে থাকবে। আজ এই সুন্দর দিনটিতে তোকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। শুভ রাখিপূর্ণিমা।