বাংলা নিউজ > টুকিটাকি > হাঁপানির সমস্যায় কাতর? হোমিওপ্যাথির এই ওষুধগুলি ব্যবহার করতে পারেন

হাঁপানির সমস্যায় কাতর? হোমিওপ্যাথির এই ওষুধগুলি ব্যবহার করতে পারেন

অনেক চিকিৎসকই মনে করেন হাঁপানির চিকিৎসায় হোমিওপ্যাথি যথেষ্ট কার্যকর  

হাঁপানি এমন একটি রোগ যা নির্মুল করা প্রায় অসম্ভব। এই রোগকে নিয়ন্ত্রণ করা সম্ভব। হোমিওপ্যাথিতে আছে কিছু সমস্যা লাঘবের উপায়।

হাঁপানি একটি স্থায়ী রোগ। এই রোগ হলে আমাদের ফুসফুসের কার্যক্ষমতা অনেকটাই কমে যায়। ফলে এই রোগে আক্রান্ত রোগীর পক্ষে স্বাভাবিকভাবে শ্বাসকার্য চালাতে খুবই অসুবিধা হয়।

সবচেয়ে বড় সমস্যা হল, হাঁপানি রোগ কোনও ভাবেই সম্পূর্ণ সারিয়ে তোলা যায় না। তবে সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক হাঁপানি রোগী অ্যালোপ্যাথির নানা উপায়ে চিকিৎসা করেও কোনও ফল পাচ্ছেন না।

হোমিওপ্যাথির কোন কোন ওষুধগুলি হাঁপানি রোগীদের ক্ষেত্রে উপযুক্ত?

Aconite:তীব্র হাঁপানির সমস্যায় যাঁরা ভুগছেন, এই ওষুধটি তাঁদের ক্ষেত্রে খুবই উপযোগী।ঠান্ডার সময় হাঁপানি রোগীদের কাশি ও বুকের চাপ ধরা আটকাতে এই ওষুধটি খুবই কার্যকর।

Baccilinum: এই ওষুধটি হাঁপানি রোগীদের কাছে খুবই পরিচিত ওষুধ। শীতের রাতে হাঁপানি রোগীদের শ্বাসের সমস্যা দূর করতে এই ওষুধটি খুবই সাহায্য করে। 

Natrum sulphuricum: এই ওষুধটি শিশুদের হাঁপানি দূর করতে খুবই কার্যকারী ভূমিকা রাখে। বিশেষ করে আর্দ্র আবহাওয়াতে হাঁপানি রোগীদের সমস্যা হলে এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে। 

 

 

 

  

 

 

বন্ধ করুন