Swami Vivekananda top famous quotes in Bengali: উত্তর কলকাতার সিমলায় জন্মগ্ৰহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। মানুষের সেবাধর্মেই নিয়োজিত ছিল তাঁর মহাজীবন। সন্ন্যাস জীবনের বিভিন্ন পর্যায়ে অসংখ্য বাণীতে উদ্বুদ্ধ করেছেন দেশবাসীকে।
1/12১৮৬৩ সালের ১২ জানুয়ারি উত্তর কলকাতায় জন্মগ্ৰহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। তাঁর দৃপ্ত বাণী ও জীবসেবার ধর্ম উদ্বুদ্ধ করে তোলে সারা দেদের তরুণ সমাজকে। মানুষের দুঃখ-দুর্দশা দূর করার মধ্যে দিয়েই ঈশ্বরলাভ সম্ভব, এই দর্শনকেই প্রতিষ্ঠা করেন তিনি। (Wikipedia)
2/12সন্ন্যাসধর্ম গ্ৰহণের পর শিকাগো ধর্মসম্মেলনে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন বিবেকানন্দ। সেখানে তাঁর বলা প্রথম বাক্য ছিল ‘সিস্টার অ্যান্ড ব্রাদারস অফ আমেরিকা’। এই সম্ভাষণেই লুকিয়ে ছিল মানুষের প্রতি তাঁর ভ্রাতৃত্ববোধ। (Wikipedia)
3/12এরপর সন্ন্যাসজীবনের নানা সময়ে দীপ্ত বাণী ছড়িয়ে দেন তাঁর আগুনে বক্তৃতার মাধ্যমে। তাঁর লেখা একাধিক বইয়েও রয়েছে এমন বাণী যা মানুষকে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে। (Wikipedia)
4/12'সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ।' (Wikipedia)
5/12'ওঠো , জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।''উত্তিষ্ঠিত জাগ্ৰত প্রাপ্য বরান নিবোধত।' (Wikipedia)
6/12'উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে – বাহিরে টেনে বের করে আনো, এবং হালকা হও … কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয়।' (Wikipedia)
8/12'কাপুরুষরাই পাপ কাজ করে, মিথ্যা কথা বলে। বীর কখনও পাপ করে না। হে বীর হৃদয় যুবকবৃন্দ, এগিয়ে যাও। লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবছে, তাদের উদ্ধার করো। মৃত্যু না হওয়া পর্যন্ত এটাই আমাদের মূলমন্ত্র।' (Wikipedia)
9/12'মেয়েদের উন্নতি করতে পারো? তবে আশা আছে। নইলে পশু জন্ম ঘুচবে না।' (Wikipedia)
10/12'গোলামীর উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে, সেটা আবার কখনও ভালো হতে পারে? যেখানে মেয়েদের স্বাধীনতা নেই, সে জাত কখনো উন্নতি করতে পারে না।' (Wikipedia)
11/12'যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে; আর যদি না চাও তাহলে অজুহাত পাবে।' (Wikipedia)
12/12'ওঠো , জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।''উত্তিষ্ঠিত জাগ্ৰত প্রাপ্য বরান নিবোধত।' (PTI Photo) (Wikipedia)