বাংলা নিউজ > টুকিটাকি > Diabetes healthy recipes: ডায়াবিটিস থেকে অরুচি? রুচি ফেরাবে জিভে জল আনা রেসিপি
পরবর্তী খবর

Diabetes healthy recipes: ডায়াবিটিস থেকে অরুচি? রুচি ফেরাবে জিভে জল আনা রেসিপি

মাঝে মাঝে মুখরোচক খাবার খেতে ইচ্ছে হলেও মনে ভয় কাজ করে (Unsplash)

Diabetes two healthy recipes: ডায়াবিটিসের ফলে রোজ একই ডায়েট। দিনের পর দিন এমন খাবার খেয়ে মুখে অরুচি চলে এসেছে। রুচি ফেরাবে দুটি দুর্দান্ত রেসিপি।

ডায়াবিটিস মানেই রোজ কিছু বাঁধাধরা খাবার। এমন ডায়েট কার না একঘেয়ে লাগে। মাঝে মাঝে মুখরোচক খাবার খেতে ইচ্ছে হলেও মনে ভয় কাজ করে। তাই এই প্রতিবেদনে থাকছে দুটি জিভে জল আনা রেসিপির খোঁজ। এই রেসিপির থেকে রক্তে শর্করা বাড়ার আশঙ্কাও নেই।

১. নিরামিষ থাই কারি স্যুপ:

উপকরণ: এক প্যাকেট পাতলা রাইস নুডুলস বা অ্যাঞ্জেল হেয়ার পাস্তা, এক টেবিল চামচ তিলের তেল, দুই টেবিল চামচ রেড কারি পেস্ট, এক কাপ নারকেল দুধ, এক কার্টন অল্প সোডিয়ামযুক্ত মাংস বা সবজি-এর ব্রথ, এক টেবিল চামচ সয় সস বা ফিশ সস, এক প্যাকেট তফু কিউব করে কাটা,এক পাত্র হোল অর্ধেক করে কাটা বেবি কর্ন, এক পাত্র বাম্বু শুট, এক কাপ স্লাইস করা মাশরুম, অর্ধেক মিষ্টি রেড পেপার, কয়েকটি তুলসীপাতা ও ধনেপাতা

পদ্ধতি: প্যাকেটের নির্দেশমাফিক নুডুলস প্রথমে তৈরি করে নিন। এরপর ছয় কোয়ার্টের স্টকপটে মাঝারি আঁচে কারি পেস্ট দিয়ে গন্ধ বেরোনো

পর্যন্ত কষিয়ে তাতে নারকেল দুধ, ব্রথ ও সয় সস দিয়ে ফোটান। এরপর তফু ও সবজি দিয়ে তিন থেকে পাঁচ মিনিট নেড়ে নুডুলসের জল ফেলে তাতে স্যুপটি ঢেলে দিন। ধনেপাতা ও তুলসীপাতা ছড়িয়ে দিলেই তৈরি থাই কারি স্যুপ।

২. চিনি ছাড়া পান্না কোট্টা:

উপকরণ: এক টেবিলচামচ জিলেটিন এক এনভেলপ, দুই টেবিল চামচ ঠান্ডা জল, দুই কাপ ক্রিম, এক কাপ নারকেল দুধ, এক কাপের তিনভাগের একভাগ গ্ৰানুলেটেড মিষ্টিকারক ও দুই চা চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট‌।

পদ্ধতি: চার কাপ মতো তরল ধরে এমন একটি রেমকিনস হালকা গ্ৰিজ করে রাখুন। একটি আলাদা পাত্রে জিলেটিন ও ঠান্ডা জল মিশিয়ে ঘন হতে দিন। এরপর একটি সসপ্যানে বাকি উপকরণগুলো ঢেলে মাঝারি আঁচে ফোটা পর্যন্ত কষাতে হবে। ফুটতে শুরু করলেই আঁচ কমিয়ে আনুন, কিছুক্ষণ পর নিভিয়ে দিন। এবারে জিলেটিনের মিশ্রণ পাত্রে ঢেলে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পান্না কোট্টা মিশ্রণ রেমকিনসে ঢেলে ঠান্ডা হতে দিন। এরপর ফ্রিজে অন্তত চারঘন্টা রেখে দিন‌। মিশ্রণটি জমে গেলে একটি হালকা ভিজে ছুরির সাহায্যে রেমকিনস থেকে কেটে বার করতে হবে। এবারে প্লেটে রেখে গার্নিশ করলেই তৈরি চিনি ছাড়া পান্না কোট্টা।

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী রয়েছে? দেখে নিন ১৮ সেপ্টেম্বরের রাশিফল চলবে কর্মবিরতি! রাত দেড়টায় ঘোষণা জুনিয়র ডাক্তারদের, ফের মমতার সঙ্গে বৈঠক চান মুখ্যমন্ত্রী আগে ঠিক কাজটা করলে আমার কোল খালি হত না, কেঁদে ফেললেন নির্যাতিতার মা চুক্তি লাগু নিয়ে দিল্লিতে মিটিং, যোগ দেবে তিপ্রা মোথা, দিন ঠিক হল সুনীতার স্বামী মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী! কেমন ছিল দুজনের প্রেমের গল্প ‘অকারণ ফুটেজ খেতে ভালোবাসেন..’, সুজয় প্রসাদকে পালটা জবাব দেবাংশুর ‘বিরোধীরা আমায় অপমান করেন কিন্তু…’ ক্ষমতার ১০০ দিনের কথা মনে করালেন মোদী ‘যেখানে খেলাবে,সেখানেই প্রমাণ করব’! সিরিজ শুরুর আগে অধিনায়ককে ভরসা দিলেন মেহেদি… ১,০০০ টাকা না দিলে টয়লেট করা যাবে না! বেঙ্গালুরু মলের 'VIP' টয়লেট পলিসি ‘ওঁর স্ত্রী সন্তানসম্ভবা,মায়ের ক্যান্সার..’, কলতানের মুক্তির দাবিতে সরব পারোমিতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.