সারা দেশেই আজ পালিত হচ্ছে দীপাবলি। তার সঙ্গে বাঙালিদের অত্যন্ত বড় উৎসব কালীুপুজোও আজই। এই দিনটি অনেকেই পরিবার এবং কাছের মানুষের সঙ্গে কাটান। কিন্তু এমন অনেকে আছেন, যাঁরা পরিবারের মানুষের থেকে দূরে। বা হয়তো অনেক প্রিয়জনের সঙ্গেই আজ দেখা হবে না। সে সব ক্ষেত্রে ফোনে শুভেচ্ছা বার্তা পাঠানো ছাড়া উপায় থাকে না। কী লিখেবন সেই শুভেচ্ছাবার্তায়? জেনে নিন এখান থেকে।
১।
আজ ঘুচে যাক সব অন্ধকার
আজ জ্বলে উঠুক মনের আলো
আজ থাকুক সব কিছু ভালো
শুভ দীপাবলি আর কালীপুজো
২।
মা কালী জগতের সব অনিষ্ট দূর করেন
আজ তাঁর আশীর্বাদে তোমার জীবনের সব সংকটও কেটে যাক।
শুভ কালীপুজো আর দীপাবলি।
৩।
মনে জমা যত রাগ-ক্ষোভ-দুঃখের ইতি হোক আজ।
আজ মনের মধ্যে জ্বলে উঠুক সৃষ্টির আলো।
শুভ কালীপুজো আর দীপাবলি।
৪।
কালীপুজোর এই শুভ দিনে মায়ের আশীর্বাদে জীবনের সব দুঃখ-কষ্ট-সংকট থেকে তুমি মুক্তি পাও।
শুভ কালীপুজো আর দীপাবলি।
৫।
এসে গেল দীপাবলির সেই সুন্দর আলোকোজ্জ্বল দিন।
আজ তোমার জীবনের সব অন্ধকার কেটে যাক।
শুভ কালীপুজো আর দীপাবলি।
৬।
আজ আকাশের মুখ ভার।
কিন্তু জীবনের আকাশে আজ আলোর রোশনাই।
আজ শুভ কালীপুজো আর দীপাবলি।
এই দিনে তুমি এবং তোমার পরিবারের সবাই খুব ভালো থেকো।
আগামী দিনগুলি সুন্দর হয়ে উঠুক।
৭।
জীবনের সুন্দর সময়গুলি যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
আজকের এই শুভ কালীপুজো আর দীপাবলির দিনটিও খুব তাড়াতাড়ি কেটে যাবে।
কিন্তু তার পরেও যেন দীপাবলির আলোর রেশ জীবন থেকে চলে না যায়।
অনেক শুভেচ্ছা রইল।
শুভ কালীপুজো আর দীপাবলি।
৮।
মা কালী আমাদের সবাইকে সব বিপদ থেকে রক্ষা করেন।
আবার আমরা কোথাও ভুল করলে, তা ধরিয়েও দেন।
আগামী দিনে তোমার জীবন যেন মায়ের আশীর্বাদে বিপদ থেকে মুক্ত হয়।
নিজের ভুল থেকে যা যা শিখেছো, তা যেন তোমার বাকি জীবন খুব সুন্দর করে দেয়।
শুভ কালীপুজো আর দীপাবলি।
৯।
আজ সন্ধ্যায় আলোর উৎসব।
আজ আবার মা কালীর পুজোও।
এই শুভ দিনে তোমার জীবন হয়ে উঠুক সুন্দর।
শুভ কালীপুজো আর দীপাবলি।
১০।
যত গ্লানি, যত হতাশা
সব কেটে যাকে আলোর ছটায়
শুভ কালীপুজো আর দীপাবলি।