বাংলা নিউজ > টুকিটাকি > Poila Boishakh Sweet Recipes: কাল পয়লা বৈশাখ, বাড়িতেই মিষ্টি বানাতে চান? এখনই জেনে নিন দুর্দান্ত ৩টি রেসিপি
পরবর্তী খবর

Poila Boishakh Sweet Recipes: কাল পয়লা বৈশাখ, বাড়িতেই মিষ্টি বানাতে চান? এখনই জেনে নিন দুর্দান্ত ৩টি রেসিপি

বাড়িতেই বানিয়ে ফেলুন তিনটি মিষ্টি। (ছবিটি প্রতীকী) (HT)

Poila Boishakh Sweet Recipes: আগামিকাল কি বাড়িতেই মিষ্টি বানাতে চান? আজই জেনে নিন তিনটি রেসিপি। 

আগামিকাল পয়লা বৈশাখ। কাল তো বিশেষ খাওয়াদাওযার আয়োজন করতেই হবে। আর তার জন্য বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন তিনটি মিষ্টি। খুব সহজে কোন কোন মিষ্টি বাড়িতে বানাতে পারেন? জেনে নিন এখানে। 

পাউরুটির হালুয়ার রেসিপি

  • কী কী লাগবে

পাউরুটি: ৮ টুকরা

আমন্ড: ১০-১২টি

কাজু: ১০-১২টি

পেস্তা: প্রয়োজনমতো

কিশমিশ: ৫-৬টি (কুচি করে কাটা)

দুধ: ২৫০ মিলিলিটার

চিনি: ১ কাপ

গুঁড়ো দুধ: আধ কাপ

ঘি: ২ চা চামচ

গোলাপজল: প্রয়োজনমতো

চকোলেট চিপস: এক মুঠো

  • কীভাবে বানাবেন

পাউরুটি ছোট ছোট টুকরা করে নিন।

কাজু, পেস্তা, আমন্ড, কিশমিশ সব এক জায়গায় করে নিন।

পাত্রে সামান্য ঘি দিয়ে তাতে এমনি দুধ ও গুঁড়ো দুধ ভালো করে একসঙ্গে মিশিয়ে চিনি দিয়ে এতে পাউরুটির টুকরোগুলি দিন।

দুধ শুকিয়ে এলে আগে থেকে ভেজে রাখা বাদাম এবং গোলাপজল দিয়ে নামিয়ে নিন।

ঠান্ডা হয়ে এলে এর উপরে চকোলেট চিপসগুলিও ছড়িয়ে দিতে পারেন।

এবার পরিবেশন করুন পাউরুটির হালুয়া।

(আরও পড়ুন: মিলেট পিৎজা থেকে রাগির এই রেসিপি, স্বাস্থ্য ও স্বাদ দুয়েরই সম্ভার)

মালাই চপের রেসিপি

  • কী কী লাগবে

দুধ: দেড় লিটার

চিনি: ১ কাপ

গুঁড়ো দুধ: ১ কাপ

বেকিং পাউডার: আধা চা-চামচ

ঘি: ১ টেবিল চামচ

ডিম ১টা

এলাচ: ২টো

  • কীভাবে বানাবেন

দেড় লিটার দুধ থেকে ১ লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে ১ কাপ করে রাখুন।

গুঁড়ো দুধ, বেকিং পাউডার, ঘি, ডিম ভালোভাবে মেখে ১০ মিনিট রেখে দিন।

এবার ছোট ছোট বল করে একটু চেপে মালাই মিষ্টির মতো লম্বা করে আকার তৈরি করুন।

বাকি দুধে চিনি ও এলাচ দিয়ে আঁচে বসান।

ফুটতে শুরু করলেই মালাই চপগুলো দিয়ে ১০ মিনিট অল্প আঁচে রান্না করুন।

মিষ্টি ফুলে উঠলে ঘন দুধ বা মালাই ঢেলে দিন। আরও কয়েক মিনিট আঁচে রেখে নামিয়ে নিন।

(আরও পড়ুন: মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে)

কাটারিভোগের রেসিপি

  • কী কী লাগবে

চমচম: ৪টি (রস ঝরিয়ে নেওয়া)

গরুর দুধ: ১ লিটার

গুঁড়ো দুধ: ১ কাপ

ঘি: ১ টেবিল চামচ

চিনি: ৩ টেবিল চামচ

কেওড়া জল: ১ চা চামচ

খোয়া ক্ষীর: ১ কাপ

  • কীভাবে বানাবেন

দুধ জ্বাল দিয়ে দুই কাপ মতো করে নিন।

গরম করার পাত্রে ঘি দিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

তরল দুধ, কেওড়া জল, চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

ক্রিমের মতো অল্প শক্ত হয়ে এলে আঁচ থেকে নামিয়ে নিন।

বেলন দিয়ে মোটা রুটির মতো বেলে নিন।

এবার এই মিশ্রণ চমচমগুলোর উপর কোটিংয়ের মতো করে লাগিয়ে নিন।

৪-৫ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

ফ্রিজ থেকে বের করে খোয়া ক্ষীর ছড়িয়ে নিন।

পছন্দমতো মোটা স্লাইস করে কেটে ওপরে জাফরান, পেস্তাকুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Latest News

বাপ্পার পছন্দের মোদক নয়, বাংলায় গণেশের জন্য বানানো হল ৫০০ কিলোর লাড্ডু! মাওবাদী নিধন অভিযানে শাহের দেওয়া ডেডলাইনে বাকি ১৮ মাস! ৪ হাজার ট্রুপ ছত্তিশগড়ে বাড়িতে মাছ মাংস খাচ্ছেন না? উৎসবে ফেরা নিয়ে মমতার কথায় বড় সাফাই দেবাংশুর ১টি সেঞ্চুরি ও ৭টি অর্ধশতরান, দলীপ ট্রফির প্রথম রাউন্ডে চমক দিলেন কারা? রাধাষ্টমীর পুজো ছাড়া জন্মাষ্টমীর ব্রত অপূর্ণ, মনস্কামনা পূর্তির জন্য করুন এই কাজ রায় নয়, সঞ্জয় রাই; RG করের অভিযুক্ত আদতে বিহারের লোক, দাবি মমতার, ‘হাওড়ারও…’ সৌমিতৃষার জীবনে নামছে ‘কালরাত্রি’! পুজোর আগেই নতুন ইনিংস শুরু মিঠাইরানির আইআইটি গুয়াহাটির হস্টেল থেকে মিলল ছাত্রের দেহ, এক বছরে চারবার একই ঘটনা এসডি বর্মনের গানে সুরের খেলায় সারেগামাপা মাতাল ঐশি, মুগ্ধ হয়ে জাপটে ধরলেন ইমন 'আমি নিজেকে নিয়ে খুব গর্বিত…' মিসেস দেখে কেন এমন বললেন সানিয়া মালহোত্রা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.