বাংলা নিউজ > টুকিটাকি > Viral Meme Dog Cheems Passes Away: সবার প্রিয় বলটজ আর নেই! করোনাকালে ভাইরাল হওয়া কুকুর ‘চিমস’ মৃত

Viral Meme Dog Cheems Passes Away: সবার প্রিয় বলটজ আর নেই! করোনাকালে ভাইরাল হওয়া কুকুর ‘চিমস’ মৃত

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বলটজ মৃত

Viral Meme Dog Cheems Passes Away: সোশ্যাল মিডিয়ায় অতি পরিচিত এই কুকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তার ক্যানসার হয়েছিল বলে জানা গিয়েছে।

করোনাকালে সকলে যখন গৃহবন্দি, তখন অনেকের কাছেই সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছিল একমাত্র আনন্দের জায়গা। আর সেই জায়গায় অনেকেরই মন জয় করে নিয়েছিল বলটজ। সোশ্যাল মিডিয়ায় চিমস নামেও অনেকের কাছে পরিচিত ছিল এই বলটজ। শিবা ইনু জাতের কুকুর ছিল চিমস। ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছে সে। তেমনই জানিয়েছেন, তার মালিক।

করোনাকালেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে ওঠে চিমস। তার গোল মুখ, সঙ্গে অদ্ভুত হাসি মন জয় করেছিল অনেকেরই। তার সত্যিকারের ছবি থেকে, অ্যানিমেটেড ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এহেন চিমস গত ৬ মাস ধরে ভুগছিল ক্যানসারে। আর সেই কারণেই মারা গেল সে।

সোশ্যাল মিডিয়া। একটি পোস্ট করে তার মালিক জানিয়েছেন, চিমসের মৃত্যুতে আপনারা কেউ মন খারাপ করবেন না। বরং মনে করুন, সে আমাদের প্রত্যেককে কতটা আনন্দ দিয়েছে। কীভাবে সে করোনাকালে মানুশের মন ভালো রাখতে সাহায্য করেছে— সেটি ভেবেই মন ভালো রাখুন। পাশাপাশি তিনি লিখেছেন, এখন বলটজ আকাশে নতুন বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। সেখানেও নিশ্চয়ই ভালো ভালো খাবার খাচ্ছে।

জানা গিয়েছে, বলটজ গত ৬ মাস ধরে ক্যানসারে ভুগছিল। শেষ পর্যন্ত তার অস্ত্রোপচারের কথা ভাবা হয়। আর সেই টেবিলেই শেষ পর্যন্ত চির ঘুমের কোলে ঢোলে পড়ে সে। যদিও এর আগে তার কেমোথেরাপি এবং অন্যান্য চিকিৎসার কথা ভাবা হয়েছিল। কিন্তু সব কিছুরই অনেকে দেরি হয়ে যায়। তাই শেষ পর্যন্ত এই অস্ত্রোপারের সিদ্ধান্ত নেওয়া হয়। আর তাতেই শেষ রক্ষা হল না।

বলটজের চিকিৎসার জন্য বেশ কিছু টাকা তোলা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তা তুলে দেওয়া হয় বলটজের মালিকের হাতে। সেই টাকার অনেকটাই থেকে গিয়েছে। বলটজের মালিক জানিয়েছেন, তিনি সেই টাকা স্থানীয় পশুচিকিৎসাকেন্দ্রে দান করবেন।

বন্ধ করুন