রান্নার সময় নানারকম স্টান্ট দেখাতে ওস্তাদ অনেক রাঁধুনি। মাঝে মাঝেই তেমন ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আইসক্রিম বানিয়ে গ্ৰাহককে খাওয়ানোর সময় এমন কায়দা দেখা যায়। আবার অনেকসময় খাবারে আগুন জ্বালিয়ে ঢুকিয়ে দেওয়া হয় খাদ্যরসিকদের মুখে। খাবার নিয়ে এমন স্টান্ট বেশ জনপ্রিয় হয় নেটিজেনদের মধ্যে। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হল এবার। এইবারের ভিডিয়োতে পান বা আইসক্রিম নয়, রয়েছে ধোসা। দক্ষিণ ভারতের বিখ্যাত খাবারগুলির মধ্যে সেরা হল ধোসা। সেই ধোসা বানানো নিয়েই রাঁধুনি দেখালেন দারুণ স্টান্ট। নেট দুনিয়ায় সে ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বাহবায় ফেটে পড়লেন নেটিজেনরা। কী দেখা গিয়েছিল এই দিনের ভিডিয়োতে?
আরও পড়ুন: ৪০ মিনিটেই খেয়ে নিল একটা চোখ, মারাত্মক এই অ্যামিবা সম্পর্কে কী বলছেন চিকিৎসকরা
আরও পড়ুন: কেঁচো আর পোকা খেয়েই কেটেছে ৩১ দিন! আমাজনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন ব্যক্তি
মনোজ কুমার প্রোফাইল থেকে এই দিন একটি ধোসা বানানোর ভিডিয়ো শেয়ার করা হয়। সেখানেই রাঁধুনি ধোসা বানানোর সময় অভিনব কায়দা দেখান। দেখা যায়, প্রথমে ধোসার মিশ্রণ চাটুতে ফেলে সাধারণ ধোসার গোল করেন তিনি। এরপর আবার মিশ্রণটি ফেলে আরেকটি ছোট গোল বানান। তারপরেই দেখা যায়, এক দারুণ কীর্তি। ওই ছোট গোলটিই কেটে কেটে বিড়ালের মুখ আঁকতে শুরু করেন রাঁধুনি। কয়েক সেকেন্ডের মাথায় দেখা যায়, অবিকল একটা গোটা বিড়াল বানিয়ে ফেলেছেন ওই ধোসার গোলের উপর। অতি অল্প সময়ে এমন বিড়াল আঁকা রীতিমতো তাজ্জব করে দেয়।
আরও পড়ুন: মিলনের পর এই কয়েকটি বিষয়ই কি সবচেয়ে বেশি পছন্দ মেয়েদের? রইল সিক্রেট টিপস
আরও পড়ুন: সঙ্গমের পর অনেকে এই ভুলগুলি করে থাকেন, আপনিও কি সেই দলে? আজই বিপদ এড়ান
স্বাভাবিকভাবেই সাড়া পড়ে যায় নেটদুনিয়ায়। ভিডিয়োটি পোস্ট করার পরেই বিপুল পরিমাণে শেয়ার হতে থাকে। কয়েক ঘন্টার মধ্যে লাইক ও কমেন্টের ভরে ওঠে টুইটটি। ইতিমধ্যে ৫০ হাজার বার দেখাও হয়ে গিয়েছে সেই ভিডিয়ো।
কমেন্টে এক নেটিজেন লেখেন, ‘ধোসা অনেক খেয়েছি কিন্তু বিড়াল দোসা খাওয়া হয়নি। এবার দেখছি খেতেই হবে।’ আরেক নেটিজেন বলেন, ‘বিড়াল আমার প্রিয় পোষ্য। তাকেই যেন দেখতে পেলাম এই ভেল্কিতে। ধন্যবাদ রাঁধুনি!’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup