তেলুগু লিখতে কিংবা পড়তে পারেন না দক্ষিণী তারকা মহেশ বাবু!
Updated: 16 Jun 2021, 02:59 PM IST- পুরো নাম ঘটটামানেনি মহেশ বাবু। অবশ্য ফ্যানদের কাছে তিনি বহুল পরিচিত মহেশ বাবু নামেই।জনপ্রিয় অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন সফল প্রযোজকও। আসুন, জেনে নেওয়া যাক এই তারকার ব্যাপারে পাঁচটি অজানা তথ্য।