নন্দীগ্রামে চোট পাওয়ার পর আবারও কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চোটের কারণে হাঁটতে না পারলেও দমানো যায়নি তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে। হুইলচেয়ারে করে মেয়ো রোড থেকে হাজরা পর্যন্ত মিছিলে সামিল হন। হাজরায় মিছিল শেষে কী বললেন তিনি, তা দেখে নিন -
2/7
মমতা বন্দ্যোপাধ্যায় : আমি যদি বেড রেস্ট নিই, তাহলে বাংলার মানুষের কাছে পৌঁছাবে কে? আর তাহলে তো যাঁরা পরিকল্পনা করেন, যাঁরা চক্রান্ত করেন, তাঁরা সফল হয়ে যাবেন। আমায় বেরোতেই হবে এবং সেই মনের জোর আমি আপনাদের কাছ থেকে পেয়েছি। (ছবি সৌজন্য পিটিআই)
3/7
মমতা বন্দ্যোপাধ্যায় : আমি বলি আমার যন্ত্রণা আছে। কিন্তু কী জানেন, শারীরিক যন্ত্রণার থেকেও হৃদয়ের যন্ত্রণা অনেক বড়। গণতন্ত্রের যন্ত্রণা অনেক বড়। গণতন্ত্র যদি পদদলিত হয়...গণতন্ত্রকে স্বৈরাচারীদের হাত থেকে রক্ষা করা এবং সাধারণ মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দায়িত্ব অনেক বেশি। (ছবি সৌজন্য পিটিআই)
4/7
5/7
মমতা বন্দ্যোপাধ্যায় : আমার উপর ভরসা রাখুন। আমি আবারও বলছি, আমি হুইলচেয়ারে, ভাঙা পায়ে আমি সারা বাংলা ঘুরে বেড়াব। আর খেলা হবে। (ছবি সৌজন্য পিটিআই)
6/7
মমতা বন্দ্যোপাধ্যায় : মনে রাখবেন, নিহত বাঘের থেকে আহত বাঘ বেশি ভয়ংকর। (ছবি সৌজন্য পিটিআই)