বাংলা নিউজ > ঘরে বাইরে > গুজরাত উপকূলে আটক পাকিস্তানি নৌকা, বাজেয়াপ্ত ৪০০ কোটির মাদক, গ্রেফতার ছয়

গুজরাত উপকূলে আটক পাকিস্তানি নৌকা, বাজেয়াপ্ত ৪০০ কোটির মাদক, গ্রেফতার ছয়

গুজরাত উপকূলে আটক পাকিস্তানি নৌকা, বাজেয়াপ্ত ৪০০ কোটির মাদক, গ্রেফতার ছয় (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)

রবিবার রাতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং গুজরাত অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডের (এটিএস) যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়।

গুজরাত উপকূলে ভারতীয় জলসীমায় একটি পাকিস্তানি মাছ ধরার নৌকা আটক করা হল। সেই নৌকা থেকে প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের ৭৭ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা সোমবার জানিয়েছেন যে ঘটনায় নৌকায় থাকা ছয় ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং গুজরাত অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডের (এটিএস) যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়।

আরও তদন্তের জন্য নৌকাটিকে গুজরাতের কচ্ছ জেলার জাখাউ উপকূলে আনা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিলে কোস্ট গার্ড এবং এটিএস একই ধরনের অভিযান চালিয়েছিল এবং কচ্ছের জাখাউ উপকূলের কাছেই ভারতীয় জলসীমা থেকে আটটি পাকিস্তানি নাগরিক সহ একটি নৌকা এবং প্রায় ১৫০ কোটি টাকা মূল্যের ৩০ কেজি হেরোইন আটক করে।

এরপর গত মাসে এটিএস গুজরাতের মোরবি জেলায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে প্রায় ৬০০ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছিল। এরই মাঝে সেপ্টেম্বরে আদানি পরিচালিত বন্দর থেকে দুটি কন্টেনারে আফগানিস্তান থেকে আসা ২১ হাজার কোটি টাকা মূল্যের তিন হাজার কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল। একবারে এত পরিমাণ মাদক এর আগে ভারতের কোথাও বাজেয়াপ্ত হয়নি।

বন্ধ করুন