বাংলা নিউজ > ঘরে বাইরে > 7 Priorities of Budget 2023: 'অমৃতকালের প্রথম বাজেটে পথ দেখাবে সপ্তঋষি', বাজেটের ৭ লক্ষ্য তুলে ধরলেন নির্মলা

7 Priorities of Budget 2023: 'অমৃতকালের প্রথম বাজেটে পথ দেখাবে সপ্তঋষি', বাজেটের ৭ লক্ষ্য তুলে ধরলেন নির্মলা

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (PTI)

অর্থমন্ত্রী দাবি করেন, 'ভারতীয় অর্থনীতি সঠিক পথে আছে। উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে দেশ।' সমাদের সব স্তরে উন্নয়ন পৌঁছবে বলে দাবি করেন অর্থমন্ত্রী। পাশাপাশি তিনি আশা ব্যক্ত করেন, দেশের আর্থিক প্রবৃদ্ধির হার ৭ শতাংশ ছুঁবে। যুব সমাজের আশা পূরণের লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাবে বলে জানান নির্মলা।

আজ টানা পঞ্চমবারের জন্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে এটাই মোদী ২.০ সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এদিকে 'অমৃতকালের প্রথম বাজেট' এটা। এই আবহে আজ বাজেটের সাতটি মূল লক্ষ্য তুলে ধরেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন নিজের ভাষণের শুরুতেই তিনি বলেন, 'এটা অমৃতকালের প্রথম বাজেট।' অর্থমন্ত্রী বলেন, 'বাজেটে সাতটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তারা একে অপরের পরিপূরক। সপ্তঋষি অমৃতকালে আমাদের পথ দেখান।' অর্থমন্ত্রীর কথায়, 'অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, লক্ষ্যে পৌঁছানো, পরিকাঠামো এবং বিনিয়োগ, সম্ভাবনা উন্মোচন, সবুজ বৃদ্ধি, যুবশক্তি এবং আর্থিক ক্ষেত্রে জোর দিতে হবে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে।'

এদিন নির্মলা আরও বলেন, 'করোনাভাইরাস মহামারীর সময় আমরা নিশ্চিত করেছি যে কেউ যেন খালি পেটে ঘুমাতে না যান। ২৮ মাস ধরে দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য প্রদান করা হয়েছে।' অর্থমন্ত্রী দাবি করেন, 'ভারতীয় অর্থনীতি সঠিক পথে আছে। উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে দেশ।' সমাদের সব স্তরে উন্নয়ন পৌঁছবে বলে দাবি করেন অর্থমন্ত্রী। পাশাপাশি তিনি আশা ব্যক্ত করেন, দেশের আর্থিক প্রবৃদ্ধির হার ৭ শতাংশ ছুঁবে। যুব সমাজের আশা পূরণের লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাবে বলে জানান নির্মলা। পর্যটন ক্ষেত্রে বেশ জোর দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। তাঁর মতে এই ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তাই এদিকে নজর দিচ্ছে সরকার।

এদিকে পশুপালন, দুগ্ধ ও মৎস্য খাতের ওপর বিশেষ নজর রেখে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ২০ লক্ষ কোটি টাকায় উন্নীত করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথাগত কারিগর এবং শিল্পীদের সহায়তার জন্য পিএম বিশ্বকর্ম কৌশল সম্মান প্যাকেজ চালু করার ঘোষণা করেন অর্থমন্ত্রী। নির্মলার মতে, এতে করে পণ্যের গুণমান, উৎপাদনের মাত্রা উন্নতি করতে সক্ষম হবেন কারিগররা। পাশাপাশি অর্থমন্ত্রী জানান, একলব্য মডেল স্কুলের জন্য আগামী ৩ বছরে ৩৮,৮০০ শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করবে কেন্দ্র। এদিকে আবাস যোজনায় ৬৬ শতাংশ বরাদ্দ বাড়িয়ে ৭৯ হাজার কোটি টাকা করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলী সীতারামন। এদিকে টানা তৃতীয় বছর মূলধনী খাতে বিনিয়োগ বাড়ানো হচ্ছে। এবছর তা ৩৩ শতাংশ বাড়িয়ে ১০ লক্ষ কোটি টাকা করা হচ্ছে। রেলের জন্য বরাদ্দ ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। পরিবহণ পরিকাঠামোয় বরাদ্দ ৭৫ হাজার কোটি টাকা

বন্ধ করুন