দেশের( Mhow) একটি সরকারি হাসপাতালে অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। এক মহিলার অপারেশন করা হয়েছিল স্থানীয় একটা সরকারি হাসপাতালে। কিন্তু তার যে এইচআইভি পজিটিভ তা জানত না হাসপাতাল কর্তৃপক্ষ। কোনও সতর্কতা ছাড়াই অপারেশন হয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে পুরো ঘটনা এরপর একেবারে শোরগোল পড়ে যায়। মূলত সংক্রমণের আশঙ্কা ছড়াতে থাকে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত ওই অপারেশন থিয়েটার সিল করে দেয়। কিন্তু অপারেশনের আগে তো এডস রয়েছে কি না সেটা পরীক্ষা করে দেখা দরকার? এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যেভাবে রোগীদের প্রচন্ড চাপ তাতে সকলের অপারেশনের আগে এডস রয়েছে কি না সেটা পরীক্ষা করে দেখা সম্ভব হয় না।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে এমনটাই জানা গিয়েছে। এদিকে গত ৪ নভেম্বর ওই মহিলার অপারেশন হয়েছিল। আর তারপর বৃহস্পতিবার জানতে পারা যায় যে ওই মহিলার এইচ আইভি পজিটিভ। এরপর এনিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের কাছেও জানতে চাওয়া হয়। তিনি জানিয়েছেন, এব্যাপারে তিনি কিছু জানতেন না। তবে ঘটনার পর থেকেই এনিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তাছাড়া ওই মহিলাকে অপারেশনের পর থেকে একাধিক জনের অপারেশন হয়েছে। সেক্ষেত্রে সংক্রমণ ছড়িয়েছে কি না সেটাও দেখার।
তবে জানার পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ সবরকম সতর্কতা অবলম্বন করছে। মূলত রোগীর চাপে জন্যই এই টেস্ট আগে করা যায়নি বলে খবর। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, এনিয়ে এখন আতঙ্কের বিশেষ কিছু নেই। এনিয়ে যাতে অযথা আতঙ্ক না ছড়ানো হয় সেব্যাপারেও বলা হচ্ছে।
তবে ওই চিকিৎসক জানিয়েছেন, ওই মহিলা বা তার স্বামী আমায় কিছু বলেননি। না হলে আমি আমার জীবনকে কেন ঝুঁকির মধ্যে ফেলব?
এদিকে অপারেশনের সময় চারজন নার্সও ছিলেন। তারাও উদ্বেগের মধ্য়ে পড়ে গিয়েছেন বলে খবর। ভগবানের কাছে তাদের প্রার্থনা, এই পরিস্থিতি থেকে ভগবান তাঁদের রক্ষা করুন। তবে ঘটনা জানাজানি হতেই হাসপাতাল কর্তৃপক্ষ সবরকম ব্যবস্থা নিচ্ছে।