ম্যাঙ্গালোরের বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত অন্য একজনের... more
ম্যাঙ্গালোরের বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত অন্য একজনের আধার কার্ড ব্যবহার করছিল। এই তথ্য সামনে আসতেই নড়েচড়ে বসেছিল কেন্দ্রীয় সরকার। এই আবহে রাজ্যগুলিকে এবার কড়া নির্দেশ পাঠাল ইউআইডিএআই।
1/5সাম্প্রতিককালে আধারের তথ্য নকল করে বা জাল আধার কার্ড ব্যবহার করে প্রতারণার ঘটনা ঘটেছে বারবার। এই পরিস্থিতিতে জালিয়াতি রুখতে ইউআইডিএআই এবার রাজ্যগুলিকে নির্দেশ দিল, আধার জমা নেওয়ার সময় ভালো করে যাচাই করতে হবে। (PTI)
2/5ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে একটি বিবৃতি পেশ করে বলা হয়েছে, অসামাজিক ও অসৎ ব্যক্তিরা পরিচয় ভাড়াতে ভুয়ো আধার কার্ড ব্যবহার করতে পারে। এই আবহে সতর্ক থাকতে বলা হয়েছে সকলকে। বলা হয়, ‘১২টি সংখ্যা থাকা মানেই তা আধার নম্বর, এমনটা একদমই নয়।’ (PTI)
3/5আধার নম্বর নিয়ে জালিয়াতি করলে তা আধার আইনের ৩৫ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এই আবহে অভিযুক্তর জরিমানা হয়। এই আবহে আধার যাচাইয়ের ক্ষেত্রে সমস্ত রাজ্য প্রশাসনকে কঠোর হতে বলেছে কেন্দ্র। (PTI)
4/5ইউআইডিএআই বলে, যেকোনও আধার কার্ডের কিউআর কোড যেন এম আধার অ্যাপে স্ক্যান করে তার সত্যতা যাচাই করে নেওয়া হয়। আধার কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে অ্যান্ড্রয়েড, আইফোনেও আধারের বৈধতা যাচাই করা যায়। (PTI)
5/5প্রসঙ্গত, বর্তমানে প্রায় ১০০০টি সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার জমা দিতে হয়। ১৩৫ কোটিরও বেশি আধার কার্ড ইস্যু করেছে ইউআইডিএআই। এই আবহে ইউআইডিএআই জানিয়ে দিল, কারও আধার জমা নিতে হলে তা ভালো যাচাই করে নিতে হবে। (PTI)