বাংলা নিউজ > ঘরে বাইরে > ৩০ টি ডিম ৩০০ টাকা, ১ কিলো আলু ১০০ টাকা, পেট্রোল ১৭০ টাকা দেশের এই রাজ্যটিতে! কেন আকাশ ছুঁল দাম?

৩০ টি ডিম ৩০০ টাকা, ১ কিলো আলু ১০০ টাকা, পেট্রোল ১৭০ টাকা দেশের এই রাজ্যটিতে! কেন আকাশ ছুঁল দাম?

৩০ টি ডিম মণিপুরে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এখানেই শেষ নয়, বহু স্থানীয়দের দাবি, তামাকজাত দ্রব্যের দামও হু হু করে বাড়ছে এই রাজ্যে। উল্লেখ্য, যে সমস্ত জায়গা মণিপুরে হিংসার কবলে নেই, সেই সমস্ত জায়গাতেও এভাবেই দাম বাড়ছে।