বাংলা নিউজ > ঘরে বাইরে > Amit Shah on Uniform Civil Code: ৩৭০ ধারা প্রত্যাহার করেছি, এবার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করব: অমিত শাহ

Amit Shah on Uniform Civil Code: ৩৭০ ধারা প্রত্যাহার করেছি, এবার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করব: অমিত শাহ

অমিত শাহ (HT_PRINT)

অমিত শাহ বলেন, জনসংঘের সময় থেকেই অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে এসেছি এবং আমরা তা পূরণ করব। আমরা শুধু নির্বাচনের কারণে এই প্রতিশ্রুতি দিইনি।

গুজরাটে নির্বাচনী দামামা বাজতেই বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ১৪ নভেম্বর গুজরাটে নিউজ ১৮-এর আয়োজিত এক অনুষ্ঠানে শাহ বলেন, বিজেপি দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবে। তাঁর কথায়, ১৯৫০ সাল থেকে বিজেপি প্রতিটি নির্বাচনী ইশ্তাহারে অভিন্ন দেওয়ানি বিধির প্রতিশ্রুতি দিে এসেছে। তিনি বলেন, ‘ভারতের গণপরিষদ ৪৪ নং অনুচ্ছেদে বলেছিল যে যখনই রাজ্যের বিধায়ক এবং ভারতের সংসদের জন্য পরিস্থিতি অনুকূল হবে তখনই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা উচিত। এতে জওহরলাল নেহেরু, সর্দার (বল্লভভাই) প্যাটেল, মৌলানা (আবুল কালাম) আজাদ এবং রাজা জি (সি রাজাগোপালাচারী)-এর স্বাক্ষর রয়েছে।’

যে ব্যক্তিরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গিয়ে চিন্তা করতেন, তারাই চেয়েছিলেন যে সবার জন্য যাতে আইন সমান হয়। শাহ বলেন, ‘তুষ্টিকরণের রাজনীতির কারণে কংগ্রেস এটিকে (অভিন্ন দেওয়ানি বিধি) ১৯৬৮ সালের পর থেকে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছিল।’ প্রসঙ্গত, একাধিক বিজেপি শাসিত রাজ্যে ইতিমধ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য আইন আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে জাতীয় স্তকে তা এখনও হয়নি।

অমিত শাহ বলেন, ‘জনসংঘের সময় থেকেই অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে এসেছি এবং আমরা তা পূরণ করব। আমরা শুধু নির্বাচনের কারণে এই প্রতিশ্রুতি দিইনি। আমরা রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং নরেন্দ্র মোদী সেই মন্দিরের ভূমিপূজন করেছিলেন। ২০২৪ সালের জানুয়ারিতে আপনারা গৌরবময় সেই মন্দিরটিও দেখতে পাবেন। আমরা তিন তালাক বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা তা করেছি। আমরা ৩৭০ ধারা বাতিল করার প্রতিশ্রুতিও দিয়েছিলাম এবং মোদীজি ২০১৯ ৫ অগস্ট সেই আইন বাতিল করে দিয়েছিলেন। এই সমস্ত প্রতিশ্রুতি পূরণের সিদ্ধান্ত নেওয়ার সময় কোনও নির্বাচন ছিল না।’

পরবর্তী খবর

Latest News

‘পুজো একসঙ্গেই কাটবে! অষ্টমীতেও…’, রোহনের সঙ্গে কী প্ল্যান, জানালেন অঙ্গনা বিয়ের পাকা কথা অতীত! ইনস্টায় পরস্পরকে আনফলো, ফের প্রেম ভাঙল ফুলকির নায়কের? কিউয়িদের কাছে বিশাল ব্যবধানে হার…খাদের কিনারায় স্মৃতিরা! সেমির রাস্তা কতটা কঠিন? পুজোর কথা মাথায় রেখে আজ থেকে বাড়তি মেট্রো গঙ্গার নীচ দিয়ে, জেনে নিন সময়সূচি ‘এভাবে বিশ্বকাপ শুরু হবে আশা করিনি,’রবিবারের পাক ম্যাচের আগে বিপর্যস্ত হরমনপ্রীত আরজি কর নিয়ে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন! ‘হাত পা ঠান্ডা হচ্ছে’, লিখলেন সুদীপ্তা ২ দশক পর দামোদর নদে ধরা পড়ল ইলিশ, নিলামে তোলা হলে কত দাম পেল সেই মাছ? ‘এটাই কামব্যাক ম্যাচ ছিল! পাওয়ালপ্লেতেই টার্গেট করে জিতেছি’! বললেন কিউয়ি অধিনায়ক নারী স্বাধীনতার মানে পতাকা নিয়ে রাস্তায় নেমে যাওয়া নয়: পাওলি দাম একা থাকতে কষ্ট হচ্ছে বলে কারা ফিরে যাবেন প্রাক্তনের কাছে? কী বলছে প্রেম রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.