বাংলা নিউজ > ঘরে বাইরে > বগটুই-আনিস, ঝালদা-পানিহাটি, বঙ্গ সফরের আগে homework করছেন Amit Shah

বগটুই-আনিস, ঝালদা-পানিহাটি, বঙ্গ সফরের আগে homework করছেন Amit Shah

বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল ছবি (PTI Photo) (PTI)

নিয়ম অনুসারে সাধারণত কোনও রাজ্যে সফরে যাওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা রিপোর্ট পেশ করা হয়। এবারও তেমনটাও হয়েছে। তবে এবার তাৎপর্যপূর্ণ বিষয় হল অমিত সফরের আগে যে ঘটনাগুলি হয়েছে তা সরকার তথা শাসকদের অস্বস্তির অন্যতম কারণ হতে পারে।

ফের বাংলায় পা পড়বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আগামী ৪ মে তিনদিনের সফরে বাংলায় আসছেন তিনি। সূত্রের খবর, ৪ মে তিনি কলকাতায় পৌঁছবেন। এরপর তিনদিনের সফরে তিনি উত্তরবঙ্গে যাবেন। শিলিগুড়ি হয়ে তাঁর তিনবিঘা করিডরেও যাওয়ার কথা রয়েছে। দলীয় কর্মসূচির পাশাপাশি তাঁর একাধিক প্রশাসনিক বৈঠকও আছে।

তবে ঠিক যে সময়ে তিনি বঙ্গসফরে আসছেন তার আগে বাংলায় ঘটে গিয়েছে একের পর এক হত্যাকাণ্ড। বীরভূমের বগটুই থেকে আনিস হত্যা। ঝালদা থেকে পানিহাটি কাউন্সিলর খুন। এর পাশাপাশি একের পর এক রাজনৈতিক খুনের ঘটনায় উত্তপ্ত হয়েছে বাংলার বিভিন্ন প্রান্ত। সূত্রের খবর, এবার বাংলা জুড়ে সেই খুন রাহাজানির রিপোর্ট একেবারে খুঁটিয়ে দেখেছেন অমিত শাহ। আসার আগে সামগ্রিক পরিস্থিতিটা একবার ঝালিয়ে নিয়েছেন তিনি। এদিকে একের পর এক খুনের ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। সেকথাও কানে গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

এদিকে নিয়ম অনুসারে সাধারণত কোনও রাজ্যে সফরে যাওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা রিপোর্ট পেশ করা হয়। এবারও তেমনটাও হয়েছে। তবে এবার তাৎপর্যপূর্ণ বিষয় হল অমিত সফরের আগে যে ঘটনাগুলি হয়েছে তা সরকার তথা শাসকদের অস্বস্তির অন্যতম কারণ হতে পারে। এদিকে বিরোধীরা ইতিমধ্যেই রাজ্যে ৩৫৫ ধারা বা ৩৫৬ ধারা লাগুর ব্যাপারে দাবি তুলেছেন। সেক্ষেত্রে এবারের অমিত শাহের বঙ্গ সফরের দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই।

 

 

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ফের ট্রেন দুর্ঘটনা, তামিলনাড়ুতে মালগাড়ির সঙ্গে বাগমতী এক্সপ্রেসের সংঘর্ষ ‘আমি ব্যাটার, ব্যাট করে বাড়ি চলে যাব’, গলি ক্রিকেটের স্মৃতি ফেরালেন পন্ত… অভিতাভ যখন খলনায়ক, যে ৫ ছবিতে ভিলেন হয়েছেন বিগ বি রণবীরের থেকে আলাদা, মুখার্জিদের দুর্গাপুজোয় মায়ের আর্শীবাদ নিতে আলিয়ার সঙ্গী কে? মহিলা T20 বিশ্বকাপে পাকিস্তানকে ধুয়ে দিল অস্ট্রেলিয়া! চিন্তা বাড়ল ভারতের? জয়া ব্যস্ত দুর্গাপুজোয়, ৮২তম জন্মদিনটা কেমনভাবে কাটালেন অমিতাভ? জলসায় জনসমুদ্র 'রাহুল গান্ধী ভালো কাজ না করলে লোকসভার বিরোধী দলনেতা বদলেও দিতে পারে INDIA...' রবিবার রাজ্য জুড়ে রান্না বনধ! অরন্ধনের অনুরোধ জুনিয়রদের, ধর্মতলায় জনস্রোত ‘স্পেনে শেষ ম্যাচ দেখতে যাব, রাফার জন্য আমার সেরাটা বেরিয়ে এসেছে’, পোস্ট জোকারের ‘বাপ কা বেটা…’ ত্রিশতরান নয়, কাউন্টিতে বাবার গড়া রেকর্ড ভাঙায় বেশি খুশি ব্রুক!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.