বাংলা নিউজ > ঘরে বাইরে > Anurag Thakur on WFI President: সরছেন রেসলিং ফেডারেশন প্রধান ব্রিজভূষণ, বজরংদের পাশে বসিয়ে ঘোষণা অনুরাগের

Anurag Thakur on WFI President: সরছেন রেসলিং ফেডারেশন প্রধান ব্রিজভূষণ, বজরংদের পাশে বসিয়ে ঘোষণা অনুরাগের

তারকা রেসলারদের সঙ্গে সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (ছবি - এএনআই)

ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, আগামী চার সপ্তাহের মধ্যে তদন্ত কমিটি ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবে। এদিকে ক্রীড়ামন্ত্রীর এই ঘোষণার সঙ্গে সঙ্গে যন্তর মন্তর থেকে নিজেদের আন্দোলন প্রত্যাহার করেছেন কুস্তিগীররা।

অবশেষে আন্দোলনের সুফল পেলেন ভারতীয় তারকা কুস্তিগীররা। গতকাল গভীর রাতে সাংবাদিক সম্মেলন করে ক্রীড়ামন্ত্রী সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন যে তদন্ত শেষ হওয়া পর্যন্ত রেসলিং ফেডারেশনের প্রধান নিজের পদ থেকে সরে দাঁড়াবেন। এদিকে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, আগামী চার সপ্তাহের মধ্যে তদন্ত কমিটি ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবে। এদিকে ক্রীড়ামন্ত্রীর এই ঘোষণার সঙ্গে সঙ্গে যন্তর মন্তর থেকে নিজেদের আন্দোলন প্রত্যাহার করেছেন কুস্তিগীররা। এর আগে বৃহস্পতিবার রাতেও এক দফা বৈঠক হয়েছিল তারকা কুস্তিগীর এবং কেন্দ্রীয় মন্ত্রীর। তবে সেই বৈঠকে কোনও সমাধানসূত্রে বেরিয়ে আসেনি। তবে গতকাল দ্বিতীয় দফার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী জানান, রেসলারদের দাবি মতো ব্রিজভূষণ নিজের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

এদিকে যে ওভারসাইট কমিটি ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত করবে, সেটার সদস্যদের নাম ঘোষণা হবে শীঘ্রই। এদিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রেসলিং ফেডারেশনের দৈনিক কাজকর্মও দেখাশোনা করবে এই কমিটি। এদিকে অনুরাগ ঠাকুরের এই ঘোষণার পর অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়া বলেন, 'কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আমাদের দাবি শুনেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন যে সঠিক তদন্ত করা হবে। আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই এবং আমরা আশাবাদী যে একটি সুষ্ঠু তদন্ত হবে। তাই আমরা প্রতিবাদ প্রত্যাহার করছি।' গভীর রাতের সাংবাদিক সম্মেলনে ভিনেশ ফোগাট, অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক এবং রবি দাহিয়ারাও ছিলেন।

এর আগে বৃহস্পতিবার চার ঘণ্টা ধরে অনুরাগ ঠাকুরের সঙ্গে তাঁর বাসভবনে বৈঠকে করেছিলেন রেসলাররা। যদিও তাতে কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। রাত দুটোর সময় মন্ত্রীর বাড়ি থেকে নীরবে বেরিয়ে যান কুস্তিগীররা। তবে সেদিনই ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত করার জন্য সাত সদস্যের কমিটি গঠন করা হয়। তবে এত কিছুর মাঝেও জারি ছিল তারকা রেসলারদের আন্দোলন। সেই আন্দোলনে আবার রাজনৈতিক রঙের ছোঁয়া লেগেছিল। যদিও আন্দোলনকারীরা দাবি করে আসছিলেন যে তাঁদের প্রতিবাদ সরকারের বিরুদ্ধে নয়। এই নিয়ে কংগ্রেসকে একহাতও নিয়েছিলেন প্রাক্তন রেসলার তথা বিজেপি নেতা ববিতা ফোগাট। এদিকে গতকাল বিকেল চারটের সময় সাংবাদিক সম্মেলন করে 'ষড়যন্ত্র ফাঁস' করার ডাক দিয়েছিলেন ব্রিজভূষণ। তবে দু'বার সেই সাংবাদিক সম্মেলন পিছিয়ে গিয়েছিল। পরে জানা যায়, সাংবাদিক সম্মেলন ২২ জানুয়ারি হবে। ব্রিজভূষণ অভিযোগ করেন যে এই গোটা পরিস্থিতির পিছনে কংগ্রেস দায়ী। ২০১১ সাল থেকে রেসলিং ফেডারেশনের পদ সামলানো ব্রিজভূষণ পদ ছাড়তে অস্বীকার করেন। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীর গভীর রাতের সাংবাদিক সম্মেলনের পর সরতেই হচ্ছে তাঁকে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন